সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, গণমাধ্যম, জাতীয়, জেলা প্রশাসক কার্যালয়, ঢাকা, দেশজুড়ে, নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ সদর, নারী ও শিশু, পূর্বাভাস, বন্দর, বাংলাদেশ, সিদ্ধিরগঞ্জ
নাসিক সিইও জাকির হোসেনের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৪:২৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ ৯ বার পড়া হয়েছে
নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন’র বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে রাস্তায় আন্দোলনে নামে সিটি কর্পোরেশন যানজট নিরসনে দায়িত্বে থাকা কর্মীরা।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে এমন দাবী নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে জড়ো হয় কয়েকশ’ত কর্মী।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আন্দোলনে জড়িতদের খবর দেন প্রধান নির্বাহী কর্মকর্তা। তাদেরকে আন্দোলন স্থগিত রেখে কাজে যোগ দিতে বলেন। পরে আন্দোলনকারীরা সকলেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ভবনে এসে প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে দেখা করেন।
এসময় আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন- তোমাদের পাওয়া এ ভালবাসার কথা আমি কখনোই ভুলব না। এটা আমার জীবনের এক অন্যতম প্রাপ্তি। কিন্তু আমরা সরকারী কর্মকর্তাদের নিয়মের মধ্য দিয়ে চলতে হয়। চাকরি জীবনে বদলি একটা নিয়মিত প্রক্রিয়া। এটাকে মেনে নিতেই হবে।
তিনি আরও বলেন- আমাদের প্রত্যেকের দায়িত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। তোমরা সকলেই কাজে ফিরে যাও। এটাই হবে আমার প্রতি তোমাদের দেখানো আসল ভালবাসা।
এসময় আন্দোলনে নেতৃত্ব দেয়া সম্রাট হোসেন বলেন- উনি (সিইও) একজন মানবিক কর্মকর্তা। আমাদের মাথার উপরে ছায়ার মতো রয়েছেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যখন হামলা হয়, তখন তিনি আমাদের নিরাপদে আগলে রেখেছেন। আমরা চাই সরকার তা বদলীর আদেশ পুনর্বিবেচনা করুক।
আন্দোলনের অন্যতম আয়শা বলেন- আমরা শান্তিপূর্ণভাবে দাবী জানাতে প্রেস ক্লাবের সামনে জড়ো হয়েছিলাম। কিন্তু স্যারের (সিইও) এর অনুরোধে স্থগিত করে চলে এসেছি।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন শিল্পকলা একাডেমীর সচিব হিসেবে বদলী হয়েছেন।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































