নারায়ণগঞ্জে র্যাব সদস্যকে ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে নারী গুলিবিদ্ধ
- আপডেট সময়- ০৬:৫৭:২৪ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ ১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী জাহিদকে গ্রেপ্তারের জন্য শহরের মাসদাইর এলাকায় অভিযান চালায় র্যাব।
রোববার (১৬ নভেম্বর) বিকেলে র্যাব-১১ একটি চৌকস অভিযানিক দল অভিযান চালায়। অভিযানে এক পর্যায়ে র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী জাহিদ ও তার সহযোগীরা র্যাবকে লক্ক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে এতে লক্ক্ষয় ভ্রষ্ট হয়ে জবা আক্তার (২২) নামে এক নারীর শরীরে গুলিবিদ্ধ হন। ততক্ষণাত তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সূত্রে পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার জাহিদ নামে একজনকে কুপিয়ে গুরুতর আহত করে একপর্যায়ে গুলি চালানোর চেষ্টা করে।
এ ঘটনার পর থেকেই র্যাব এ চক্রকে গ্রেপ্তারে অনুসন্ধান চালাচ্ছিল।
অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান বলেন, সন্ত্রাসী জাহিদের নামে ফতুল্লা থানায় তিনটি হত্যা মামলা রয়েছে।
শনিবারের ঘটনার পর থেকেই তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
র্যাব-১১ এর অধিনায়ক এইচএম সাজ্জাদ হোসেন বলেন, গোয়েন্দাদের তৎপরতা শুরু হওয়ার আগেই জাহিদ বিষয়টি টের পেয়ে গুলি চালায়। ফলে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন।এসময় তারা সুযোগ বুঝে পালিয়ে যেতে সক্ষম হয়।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
















































































































