সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নরসিংদী, নারী ও শিশু, বাংলাদেশ পুলিশ, রায়পুরা
নরসিংদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা হাতে ভাতিজা খুন
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৪:৩২:১১ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫ ৫ বার পড়া হয়েছে

সাদ্দাম উদ্দিন রাজ,
নরসিংদী প্রতিনিধি।।
নরসিংদীর রায়পুরায় জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচার হাতে দুই ভাতিজা খুন হয়েছেন। শনিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার চরসুবুদ্ধি গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন চরসুবুদ্ধি গ্রামের আবু তাহেরের দুই ছেলে—ফুরা মিয়া (৪০) ও শাকিল মিয়া (৩০)। বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল মাহমুদ।
নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, জমি নিয়ে সকাল থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। দুপুর ১২টার দিকে অভিযুক্ত আউয়াল, তার ছেলে শিপন, রিপন, মেয়ে শাহানা, আজিনা, আছমা, সুমাইয়াসহ ১০-১২ জন দা, লাঠিসোটা নিয়ে ফুরা মিয়াদের বাড়িতে হামলা চালায়। এ সময় ফুরা মিয়া ও তার ভাই শাকিল বাধা দিলে হামলাকারীরা তাদের ওপর অতর্কিতে আক্রমণ চালায়। ধারালো অস্ত্রের আঘাতে ফুরা মিয়া ও শাকিলসহ চারজন গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফুরা মিয়া ও শাকিলকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে মনিরা বেগম নামে এক নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলশান আরা জানান, বেলা পৌনে ১টার দিকে আহতদের হাসপাতালে আনা হয়। ফুরা মিয়া ও শাকিল হাসপাতালে আনার আগেই মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































