সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, কক্সবাজার, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, টেকনাফ, নারী ও শিশু, বাংলাদেশ পুলিশ, রাজনীতি
টেকনাফে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ১১:৪০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ১৭ বার পড়া হয়েছে
ফরহাদ রহমান,
টেকনাফ(কক্সবাজার ) প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের আহ্বায়ক ও সাবরাং ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ইউনুস সিকদারের (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার “আনোয়ার প্রজেক্ট” সংলগ্ন প্রধান সড়কের নিচে ব্রীজের তলায় ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে টেকনাফ মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার রাত থেকে ইউনুস সিকদার নিখোঁজ ছিলেন। ভোরে তার লাশ পানিতে ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি, তদন্ত চলছে।”
ইউনুস সিকদারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জনপ্রিয় এই সাবেক জনপ্রতিনিধির মৃত্যু ঘিরে বিভিন্ন মহলে নানা প্রশ্ন উঠেছে। পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































