সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, উপজেলা প্রশাসন, কক্সবাজার, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, টেকনাফ, দেশজুড়ে, বাংলাদেশ, বিজিবি, র্যাব
টেকনাফে বিজিবি-র্যাবের অভিযানে বিপুল পরিমাণে ইয়াবাসহ আটক-১
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৩:১৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ ০ বার পড়া হয়েছে
ফরহাদ রহমান, টেকনাফ(কক্সবাজার)প্রতিনিধি।।
টেকনাফের কচ্ছপিয়া ঘাটে গভীর সাগরপথে আসা মাদকের বড় চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) ও র্যাব-১৫ এর যৌথ দল।
রবিবার(২৩ নভেম্বর) ভোররাতের সাঁড়াশি অভিযানে ১ লাখ ইয়াবাসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় আরও দুই পাচারকারী নৌযান নিয়ে সাগরে পালিয়ে যায়।
বিজিবি জানায়, ভোর ৪টা ৩০ মিনিটে গভীর সাগরে একটি সন্দেহজনক নৌযানের গতিবিধি নজরে আসে। প্রযুক্তি ব্যবহার করে পরিস্থিতি শনাক্ত করে বিজিবি ও র্যাব সদস্যরা কচ্ছপিয়া, দরগাছড়া ও মিঠাপানিছড়া এলাকায় অবস্থান নেন। পরে নৌযানটি কচ্ছপিয়া ঘাটে পৌঁছালে পাচারকারীরা পানিতে নেমে মাদক হস্তান্তর শুরু করে। যৌথ বাহিনী ঘিরে ফেললে এক পাচারকারী ১ লাখ ইয়াবাসহ ধরা পড়ে।
গ্রেপ্তার ব্যক্তি হোসেন আহমেদ (৩৫), উত্তর লম্বরি এলাকার বাসিন্দা। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে মায়ানমারের সরবরাহকারীদের কাছ থেকে মাদক এনে বাংলাদেশে পাচারের কথা স্বীকার করেছেন। তাকে উদ্ধারকৃত ইয়াবাসহ থানায় হস্তান্তর করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
অভিযান প্রসঙ্গে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়িত হচ্ছে। যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষায় বিজিবির অভিযান আরও জোরদার করা হবে।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


































































































































































