সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, কক্সবাজার, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, টেকনাফ, দেশজুড়ে, নারী ও শিশু, পূর্বাভাস, বাংলাদেশ, বিজিবি
টেকনাফে বিজিবির চেকপোস্টে ‘মেঘলার’ ঘ্রাণেই সনাক্ত চোলাই মদ,আটক-১
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৪:৪২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫ ১ বার পড়া হয়েছে
ফরহাদ রহমান,
টেকনাফ(কক্সবাজার) প্রতিনিধি।।
বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) কে–৯ সদস্য ‘মেঘলা’-এর তৎপরতায় ইজি বাইকে করে পাচার হওয়া দেশীয় চোলাই মদের একটি বড় চালান জব্দ করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।
শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফের দমদমিয়া চেকপোস্টে অভিযানটি পরিচালনা করা হয়। বিজিবির সদস্যরা হ্নীলা থেকে টেকনাফগামী একটি ইজি বাইককে থামালে ‘মেঘলা’ তল্লাশির সময় সন্দেহজনক সংকেত দেয়। পরে ইজি বাইকের সিটের নিচে গোপন কুঠুরিতে ১৪টি পানির বোতলে ভরা ২৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় চালক মো. আব্দুর রহিম (৩০) কে আটক করা হয়েছে। তাঁর বাড়ি টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব ফুলের ডিল এলাকায়। উদ্ধার করা মদ, ইজি বাইক ও একটি বাটন ফোনসহ তাঁকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, “চোরাচালানকারীরা প্রতিনিয়ত কৌশল বদলাচ্ছে। বিজিবিও প্রযুক্তি ও বিশেষায়িত দলের সমন্বয়ে সীমান্ত সুরক্ষায় সর্বদা প্রস্তুত।”
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































