সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, কক্সবাজার, কোস্টাগার্ড, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, টেকনাফ, দেশজুড়ে, নারী ও শিশু, নৌবাহিনী, বাংলাদেশ
টেকনাফে কোস্টগার্ডের পৃথক অভিযানে ৩০ হাজার ইয়াবা উদ্ধার
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৩:৫৩:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫ ১০ বার পড়া হয়েছে
ফরহাদ রহমান,
টেকনাফ(কক্সবাজার) প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের পৃথক অভিযানে প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) দুপুরে টেকনাফ উপজেলা পরিষদ সংলগ্ন মেইন রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ টিম দুপুর ১টার দিকে অভিযান চালায়। অভিযান চলাকালে একটি সন্দেহজনক ইজিবাইক থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ইজিবাইকের ভেতর লুকানো অবস্থায় পাওয়া যায় ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা।
তিনি আরও জানান, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা ইজিবাইকটি ফেলে দ্রুত পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ইয়াবা ও ইজিবাইক সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ড জানায়, সীমান্তবর্তী এই অঞ্চলে দীর্ঘদিন ধরে একটি চক্র মিয়ানমার থেকে সমুদ্রপথে ইয়াবা পাচার করে দেশের অভ্যন্তরে সরবরাহের চেষ্টা চালিয়ে আসছে। সম্প্রতি ধারাবাহিক অভিযানে কোস্ট গার্ড ও আইনশৃঙ্খলা বাহিনী বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, “মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা তৎপর। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয়দের মতে, টেকনাফ সীমান্তে কোস্ট গার্ড ও বিজিবির যৌথ নজরদারির কারণে সম্প্রতি ইয়াবা পাচারকারীরা দিশেহারা হয়ে পড়েছে। তবে তারা মাঝেমধ্যে নতুন কৌশলে পাচারের চেষ্টা চালাচ্ছে।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































