সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, উপজেলা প্রশাসন, কক্সবাজার, গণমাধ্যম, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, টেকনাফ, দূর্নীতি দমন কমিশন(দুদক), দেশজুড়ে, নারী ও শিশু, পূর্বাভাস, বাংলাদেশ
টেকনাফ এসিল্যান্ডের অভিযান রঙ্গিখালী খাল উদ্ধার
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৪:১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ ১৯ বার পড়া হয়েছে
ফরহাদ রহমান,
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী রাস্তায় দখল ও ভরাট হয়ে যাওয়া খাল অবশেষে দখলদারদের হাত থেকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরী-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন।
অভিযানকালে হ্নীলা রঙ্গিখালী রাস্তার মাথায় এইচকে আনোয়ারের প্রজেক্টের সামনে খালের ওপর অবৈধভাবে তৈরি বাঁধ অপসারণ করা হয়। দীর্ঘদিন ধরে স্থানীয় একটি প্রভাবশালী চক্র খালটি দখল করে ভরাট করে লবণের মাঠ তৈরি করে রেখেছিল। এর ফলে এলাকাজুড়ে পানি নিষ্কাশনে স্থায়ী সমস্যা ও জলাবদ্ধতা দেখা দেয়, যা স্থানীয়দের ভোগান্তির কারণ হয়ে উঠেছিল।
স্থানীয়দের অভিযোগ, শুধু বাঁধ অপসারণ করলেই হবে না; দখলকৃত খালের পুরো জমি পুনরুদ্ধার করে খালটিকে আগের মতো প্রশস্ত ও গভীর করতে হবে। তাহলেই টেকনাফের দক্ষিণাঞ্চলের পানি চলাচল স্বাভাবিক হবে এবং কৃষি জমিও রক্ষা পাবে।
অভিযান পরিচালনাকারী এসিল্যান্ড রাকিব হাসান চৌধুরী বলেন, “সরকারি খাল ও জলাশয় দখলমুক্ত রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোনোভাবেই দখলদারদের ছাড় দেওয়া হবে না।”
প্রশাসনের সূত্রে জানা গেছে, টেকনাফের অন্যান্য খাল, বিল ও সরকারি জায়গায়ও ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হবে।
টেকনাফবাসীর আশা—এই উদ্যোগের মাধ্যমে বহু বছরের জলাবদ্ধতা ও দখলের অভিশাপ থেকে মুক্তি মিলবে।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































