জান্নাতের টিকেট বিক্রি কইরেন না, জান্নাত এতো সস্তা না: মাসুদুজ্জামান
- আপডেট সময়- ০৩:২১:২৬ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫ ৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, “জান্নাতের টিকেট বিক্রি কইরেন না, জান্নাত এত সস্তা না।
শনিবার (১ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম আয়োজিত এক সভার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ষড়যন্ত্র হচ্ছে নির্বাচনের বিরুদ্ধে, দেশী এবং আন্তর্জাতিক। আপনারা সবাই সচেতন, সাবধান থাকেন। যেকোনো মূল্যে আমরা নির্বাচনমুখী হচ্ছি এবং হবো। এটার কোনো বিকল্প নাই।
নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমীর সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদ, আবু জাফর আহমেদ বাবুল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, আওলাদে রাসূল আল্লামা সাইদ আল হোসাইনী (পানিস্তান), আল্লামা খলিল আহমাদ কুরাইশী (হাটহাজারী), আল্লামা শায়খ সাজিদুর রহমান, আল্লামা আবু তাহের নদভী (পটিয়া), আল্লামা উবায়দুল্লাহ ফারুক, মুফতি জসিমুদ্দীন হাটহাজারী, আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মুফতি মুবারকুল্লাহ প্রমুখ।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































