মাত্র একদিনেই ঐক্যের বার্তা নিয়ে চমক দেখালেন মাসুদুজ্জামান
- আপডেট সময়- ০৪:০৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ ১০ বার পড়া হয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট।।
আসন্নবর্তী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ মনোনয়ন বঞ্চিত ও মহানগর বিএনপি নেতাদের কাছে ঐক্যের বার্তা নিয়ে চমক দেখালেন। ইতোমধ্যে তিনবারের নির্বাচিত সাবেক এমপি আবুল কালামের বাসার পর বৃহস্পতিবার দিনব্যাপী একের পর এক চমক দেখাতে থাকেন। মহানগর বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুবদল মহানগরের সাবেক সভাপতি মানবতার ফেরিওয়ালা খ্যাত সাবেক নাসিক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের সাথে সাক্ষাৎ করেন।
ব্যবসায়িক কাজ শেষে বিদেশ থেকে ১০ নভেম্বর দেশে ফিরে ১১ নভেম্বর সকালে নারায়ণগঞ্জ ক্লাবে ‘মিট দ্যা প্রেসে’ মুখোমুখি হন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রাথী মাসুদুজ্জামান মাসুদ। এসময় তিনি তার বিরুদ্ধে অপপ্রচার ও বানোয়াট মনগড়া তথ্য প্রকাশের উপযুক্ত ও যুক্তিযুক্ত বিশ্লেষণ তুলে ধরেন। এরপর দুপুরে নারায়ণগঞ্জ ক্লাব থেকে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে তিনি ছুটে যান নগরীর কালিরবাজারের ফ্রেন্ডস মার্কেটের পঞ্চম তলায় সাবেক এমপি আবুল কালামের বাসায়। সেখানে আবুল কালাম উপস্থিত না থাকায় তার মেয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেত্রী অ্যাডভোকেট সামছুন নূর বাধঁনের সাথে সাক্ষাৎ শেষে কুশল বিনিময় করেন।
এ-র পরবর্তী ১৩ নভেম্বর( বৃহস্পতিবার) বেলা সাড়ে ১২টায় আমলাপাড়ায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর বাড়িতে গিয়ে ঐক্যের বার্তা নিয়ে সাক্ষাৎ করেন মাসুদুজ্জামান। প্রায় আধ ঘন্টা বেশি সময় ধরে তাদের মধ্যে আলোচনা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তারা।
এরপর নারায়ণগঞ্জ আদালতপাড়ায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ূণ কবির এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক সাখাওয়াত হোসেন খানের চেম্বারে সাক্ষাৎ করেন মাসুদুজ্জামান মাসুদ।
এর পরপরই মাসদাইরস্থ তালা ফ্যাক্টরি এলাকায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও নাসিকের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের বাড়িতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন মাসুদুজ্জামান মাসুদ।
খবর পেয়ে কাউন্সিলর খোরশেদ বাড়ি বের হয়ে নিজেই মাসুদুজ্জামানকে বরন করে বাড়িতে আলাপচারিতা ও আপ্যায়ন করেন। আলাপচারিতা শেষে মাসুদুজ্জামান ও খোরশেদ একত্রে মাসদাইর বাজার এলাকায় লিফলেট বিতরণসহ নির্বাচনী গণসংযোগ করেন।
প্রসঙ্গত উল্লেখ্য যে, নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন সাবেক এমপি আবুল কালাম, মহানগর বিএনপি আহবায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু ও মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ এবং আবু জাফর আহমেদ বাবুল ওরফে প্রাইম বাবুল।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































