বিদেশ থেকে ফিরেই সাবেক এমপি কালামের বাড়িতে ছুটে গেলেন মাসুদুজ্জামান
- আপডেট সময়- ০৫:০৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ ১২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির সাবেক সাংসদ অ্যাডভোকেট আবুল কালামের সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য বিদেশ থেকে এসেই তার বাড়িতে গেলেন আসন্নবর্তী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, শিক্ষানুরাগী ও ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদ।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে নগরীর কালিরবাজারে অবস্থিত সাবেক সাংসদ আবুল কালামের বাসভবনে যান মাসুদুজ্জামান মাসুদ। তবে এ সময় বাড়িতে ছিলেন না আবুল কালাম। পরে তার কন্যা অ্যাডভোকেট সামছুন নূর বাঁধন ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন মাসুদুজ্জামান।
এ সময় মাসুদুজ্জামান মাসুদের সঙ্গে ছিলেন মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, মহানগর বিএনপির সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক মনির হোসেন সরদার, মডেল গ্রুপের পরিচালক শামীম আহমেদ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা প্রমুখ।
এ বিষয়ে বিএনপি নেতা আনোয়ার হোসেন আনু বলেন, “ঐক্যবদ্ধ হয়ে সামনের দিনগুলোতে নারায়ণগঞ্জে সুন্দর রাজনীতি করার জন্য ওনার আশীর্বাদের জন্য আমরা তার বাড়িতে গিয়েছিলাম। কিন্তু ওনার এক আত্মীয় মারা যাওয়ার কারণে সেখানে যাওয়ায় উনি বাড়িতে ছিলেন না। তার কন্যার সাথে আমাদের কথা হয়েছে। মাসুদ ভাই বলেছেন, নারায়ণগঞ্জের রাজনীতিতে কালাম ভাই ও অন্যান্য যে সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে তাদের বাড়িতে যাবেন। তাদের সবাইকে নিয়ে আগামীদিনে সুন্দর রাজনীতি উপহার দিবো। আমাদের মহানগরের যে নেতৃবৃন্দরা রয়েছেন দীর্ঘ অ্যান্দোলন সংগ্রামে ত্যাগ স্বীকার করেছেন তাদের সাথেও মাসুদুজ্জামান মাসুদ ভাই সৌজন্য সাক্ষাৎ করে পরামর্শ নিয়ে আগামী দিনে নারায়ণগঞ্জে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































