বদলি হয়ে গেলেন নারায়ণগঞ্জের ডিসি জাহিদুল ইসলাম মিঞা
- আপডেট সময়- ০৪:২৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ ১৩ বার পড়া হয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট।।
এবার বদলি হয়ে গেলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক(ডিসি) জাহিদুল ইসলাম মিঞা। তার স্থানে নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন উপ সচিব রায়হান কবির। ১৩ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় এ বদলি আদেশ জারি করে।
প্রসঙ্গত,২০১৪ সালের ১৫ জানুয়ারী নারায়ণগঞ্জের জেলা প্রশাসক(ডিসি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এ-র আগে তিনি রাজবাড়ীর জেলা প্রশাসক(ডিসি) হিসেবে দায়িত্ব পালন করছেন।
জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জ জেলায় যোগদানের পর একই সাথে জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করছেন।রাজবাড়ী থেকে নারায়ণগঞ্জে যোগদানের আগেই ডিসি পদবী আগে তাকে সেখানকার জনসাধারণ ‘মানবিক ডিসি’ খেতাব দেন।
তিনি নারায়ণগঞ্জবাসীর জন্য সর্বত্রক পরিশ্রম করে চেষ্টা করেছেন জনগণের কল্যাণে, গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচীতে এক লাখ সবুজ পাতার বৃক্ষরোপন, ক্লিনে জলাবদ্ধতা দূরীকরণে খাল খনন, জুলাই আগষ্ট শহীদদের স্মরণে দেশের প্রথম নারায়ণগঞ্জে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ, বীর শহীদদের পরিবারদের আর্থিক প্রদান, তাদের স্মরণে বৃক্ষরোপন, সাইনবোর্ডে ‘গেইট অফ ডান্ডি’ নির্মাণ ঘোষণা, খেলাধুলা চাহিদা পূরণে কোচ খেলোয়াড়দের আর্থিক সহায়তা, কখনো পরিচ্ছনকর্মী কন্যা বিয়ে ও অসহায়দের সুবিধার্থে আর্থিক সহায়তা প্রদান, নারায়ণগঞ্জ স্টেডিয়াম উন্নয়নে ১ কোটি ৬৪ লাখ টাকা বরাদ্দ, কখনো ছুটে যায় ডেঙ্গু কিট ও আয়রন ট্যাবলেট নিয়ে হাসপাতালে, নবজাতকদের জন্য এনআইসিইউ চালু করা, চাদাঁবাজ সন্ত্রাসীদের আটক করে এক মাসের ডিটেশন প্রদান, পাসপোর্ট অফিসে দালালীতে কারাদন্ড, নিশ্চিত নিরাপদ খাদ্য প্রদানে মোবাইল কোর্ট এবং যানজট ও হকার মুক্ত নগর গড়ে তুলতে দফা দফা বৈঠকসহ প্রচেষ্টা চলমান রেখেছেন।

নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































