সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, উপজেলা প্রশাসন, কক্সবাজার, কোস্টাগার্ড, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, টেকনাফ, দেশজুড়ে, নারী ও শিশু, নৌবাহিনী, পূর্বাভাস, বাংলাদেশ
টেকনাফের গহীন পাহাড়ে নারী-শিশুসহ ২৫ জন উদ্ধার,২ পাচারকারী আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:৪৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫ ১০ বার পড়া হয়েছে
ফরহাদ রহমান,
টেকনাফ (কক্সবাজার )প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফে মানব পাচারের আরেক চাঞ্চল্যকর ঘটনা উন্মোচন করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী। গহিন পাহাড়ে গোপন অভিযান চালিয়ে নারী-শিশুসহ ২৫ ভুক্তভোগীকে উদ্ধার এবং দুই মানব পাচারকারীকে আটক করেছে যৌথ বাহিনী।
মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি জানান, সম্প্রতি গ্রেফতার হওয়া পাচারকারীদের জিজ্ঞাসাবাদে তথ্য মেলে যে, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া সংলগ্ন গহিন পাহাড়ি এলাকায় নারী-শিশুসহ কয়েকজনকে মালয়েশিয়া পাঠানোর উদ্দেশ্যে জিম্মি করে রাখা হয়েছে।
এই তথ্যের ভিত্তিতে সোমবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ দল সেখানে অভিযান চালায়। এ সময় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ২৫ ভুক্তভোগীকে উদ্ধার এবং দুই মানব পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র উন্নত জীবনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরির প্রলোভন ও অল্প খরচে বিদেশ পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষদের টেকনাফে নিয়ে আসে। পরে সুযোগ বুঝে সাগরপথে তাদের মালয়েশিয়া পাঠানোর চেষ্টা করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, আটক দুই পাচারকারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে থানায় হস্তান্তর করা হবে। উদ্ধার হওয়া নারী-শিশুদেরও প্রয়োজনীয় সহায়তা ও নিরাপদ স্থানে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
সাগরপথে মানব পাচারের এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সীমান্তজুড়ে নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ড কর্মকর্তারা।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































