সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, ইসলাম ও জীবন, উপজেলা প্রশাসন, কক্সবাজার, গণমাধ্যম, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারী ও শিশু, পূর্বাভাস, বাংলাদেশ, র্যাব
চকরিয়ায় র্যাবের অভিযানে শীর্ষ ডাকাত সাইফুলের বসত ঘরে থেকে অস্ত্র ও কার্তুজ উদ্ধার
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৪:০০:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ ৭ বার পড়া হয়েছে
ফরহাদ রহমান, কক্সবাজার প্রতিনিধি।।
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ষোলহিচ্ছা বালুর চর এলাকায় র্যাব-১৫–এর বিশেষ অভিযানে একনলা দেশীয় এলজি ও শর্টগানের ১৭টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। পলাতক শীর্ষ ডাকাত সাইফুল ইসলামের বসত ঘর থেকে এসব অস্ত্র উদ্ধার হয়।
র্যাব জানায়, কক্সবাজার ও বান্দরবান অঞ্চলে অপরাধ দমনে র্যাব-১৫ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এর অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়—১০টিরও বেশি মামলার পলাতক আসামি সাইফুল ইসলাম এলাকায় ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছে এবং নিজ ঘরে অস্ত্র মজুদ রেখেছে।
১৪ নভেম্বর রাতে সিপিএসসি র্যাব-১৫ এর আভিযানিক দল ঘটনাস্থলে গেলে র্যাবের উপস্থিতি টের পেয়ে সাইফুল ইসলাম পালিয়ে যায়। পরে তার স্ত্রী শাহীন সুলতানা ঘর খুলে দিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে কাঠের আলমারিতে লুকানো অবস্থায় অস্ত্র ও কার্তুজ পাওয়া যায়।
পলাতক সাইফুল ইসলাম (৪৫), পিতা মৃত বাহার উল্লাহ—সাং ষোলহিচ্ছা বালুর চর, ইউনিয়ন ডুলাহাজারা, থানা চকরিয়া, জেলা কক্সবাজার। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত প্রক্রিয়া প্রক্রিয়াধীন।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ










































































































