অবশেষে গিয়াসউদ্দিনের কাছে দোয়া নিলেন নারায়ণগঞ্জ-৩ এর বিএনপির মনোনিত প্রার্থী মান্নান
- আপডেট সময়- ০৪:০২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ ৫ বার পড়া হয়েছে

সোনারগাঁও(নারায়ণগঞ্জ) প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনের বাড়িতে গিয়ে অবশেষে সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের গিয়াসউদ্দিনের নিজ বাড়িতে যান মান্নান। এই সময় দু’জনের মধ্যে হাস্যোজ্জ্বল পরিবেশে কথাবার্তা ও আলাপচারিতা হয়। তারা একে অপরকে ফল খাইয়ে দিয়ে কুশল বিনিময় করেন। এসময় তাদেরকে একসাথে কোলাকুলিও করতে দেখায় যায়।
বিএনপির মনোনিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের সঙ্গে তার ঘনিষ্ঠ কর্মী-সমর্থকরাও ছিলেন। অন্যদিকে বাড়িতে ছিলেন গিয়াসউদ্দিনের বড় ছেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর জিএম সাদরিলও।
এসময় মান্নান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গিয়াসউদ্দিনের কাছে সমর্থন প্রত্যাশা করে তার কাছে দোয়া চান। এবং আগামী নির্বাচনে তার সহযোগিতা কামনা করে বলেন, তিনি গিয়াসউদ্দিনের বাড়িতে আবারও আসবেন, বারবার আসবেন। গিয়াসউদ্দিনও হাসিমুখে তার কথায় সম্মতি দেন।
প্রসঙ্গ উল্লেখ্য যে, এর আগে গত ৬ নভেম্বর গিয়াসউদ্দিনের মালিকানাধীন শিক্ষা প্রতিষ্ঠান গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল অ্যান্ড কলেজে পরিদর্শনে যান আজহারুল ইসলাম মান্নান। উদ্দেশ্য ছিল গিয়াসউদ্দিনের সঙ্গে দেখা করা। কিন্তু গিয়াসউদ্দিনের সাক্ষাৎ ওইদিন তিনি পাননি। এতে কিছুটা মনক্ষুন্নও হন আজহারুল ইসলাম মান্নান। সাংবাদিকদের দেওয়া বক্তব্যে তেমন অভিব্যক্তি প্রকাশও করেন তিনি।নারায়ণগঞ্জ-৩ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করেছিলেন মুহাম্মদ গিয়াসউদ্দিনও। তিনি মূলত ২০০১ সালে নারায়ণগঞ্জ-৪ আসনে ধানের শীষের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সম্প্রতি নির্বাচনী আসনের সীমানা পুননির্ধারণ করা হলে তার নির্বাচনী এলাকা সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ-৩ আসনের সঙ্গে অন্তভূক্ত হয়। ফলে শুরুতে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করলেও তিনি পরে নারায়ণগঞ্জ-৩ আসনেও প্রচারণা শুরু করেন। কিন্তু গত ৩ নভেম্বর এ আসনে বিএনপি প্রার্থী হিসেবে ধানের শীষের প্রার্থী হিসেবে মান্নানের নাম ঘোষণা করে।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































