সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, ইসলাম ও জীবন, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ সদর, নারী ও শিশু, পিবিআই, পূর্বাভাস, ফতুল্লা, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ
নারায়ণগঞ্জে ড্রামে ভর্তি পা বিচ্ছিন্ন অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ১২:৩২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ ৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জ ড্রাৃমে ভর্তি অর্ধগলিত, পা কাটা অবস্থা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে স্থানীয় একটি মার্কেটের পেছনে প্ল্যাস্টিকের ড্রামের ভেতর মিলেছে অর্ধ গলিত পা বিচ্ছিন্ন মরদেহ।
জানা গেছে, মাদক মামলায় ৩ বছরের সাজা প্রাপ্ত ফতুল্লার বাসিন্দা ৫০ বছর বয়সী মো. নয়ন। কয়েক মাস কারাবন্দি থাকার পর দশদিন আগে জামিনে বেরিয়েছিলেন।
এ ঘটনায় পুলিশ বলছে, অন্তত তিনদিন আগে তার মৃত্যু হয়েছে। গত শুক্রবার থেকে সে নিখোঁজ ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে ।
পলিথিনে মোড়ানো অর্ধগলিত মরদেহের দুই পায়ের হাঁটু থেকে নিচের অংশ ছিল কাটা। শরীরের ওই অংশ এখনো পাওয়া যায়নি বলে জানান ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। তার মুখমণ্ডলও থেঁতলানো ছিলো।
নিহত নয়ন ফতুল্লার পিলকুনি এলাকার আব্দুল সালামের ছেলে। তার মরদেহটি মিলেছে পাশের তক্কার মাঠস্থ এলাকার মাওয়া সুপার মার্কেটের পেছনের একটি ফাঁকা জায়গায়।
ওসি বলেন, দুপুরে স্থানীয়রা ড্রামভর্তি একটি মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে ড্রাম কেটে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।
শুরুতে অজ্ঞাত হিসেবে মরদেহটি উদ্ধার হলেও পরে প্রযুক্তির সহযোগিতায় সিআইডি ও পিবিআই ততক্ষণাৎ ফিঙ্গার সংগ্রহ করে নিহতের পরিচয় শনাক্ত করা হয়।
প্রাথমিক তদন্তের বরাত দিয়ে আনোয়ার হোসেন বলেন, নিহত ব্যক্তির বিরুদ্ধে একটি মাদক মামলা ছিল। আদালতে ওই মামলায় তার ৩ বছরের সাজাও হয়। নিহত নয়ন মামলাটিতে কয়েক মাস সাজা খাটার পর দশদিন আগে জামিনে বের হন।
নিহত ব্যক্তি দুʼটি বিবাহ করেছেন। দুই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে পুলিশ। তবে, এখন পর্যন্ত এ হত্যাকাণ্ডের পেছনের রহস্য জানা যায়নি।
এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ