সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, ইসলাম ও জীবন, উপজেলা প্রশাসন, কক্সবাজার, কোস্টাগার্ড, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, টেকনাফ, দূর্নীতি দমন কমিশন(দুদক), দেশজুড়ে, নারী ও শিশু, নৌবাহিনী, বাংলাদেশ
টেকনাফের গহীন পাহাড়ে অভিযানে নারী ও শিশুসহ ৫ জনকে উদ্ধার,আটক-১
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ১০:৪৪:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ২৯ বার পড়া হয়েছে
ফরহাদ রহমান,
টেকনাফ(কক্সবাজার)প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফ উপজেলার হাবিরছড়া সংলগ্ন গহীন পাহাড়ে যৌথ অভিযান চালিয়ে মানব পাচারকারী আটক এবং নারী ও শিশুসহ পাচারের শিকার ৫ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী।
গোয়েন্দা তথ্য ও পূর্বে আটককৃত পাচারকারীদের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে জানা যায়, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বেশ কয়েকজনকে পাহাড়ি এলাকায় বন্দি করে রাখা হয়েছিল।
এ তথ্যের ভিত্তিতে শনিবার (২৬ অক্টোবর) মধ্যরাত ২টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনীর একটি যৌথ দল হাবিরছড়া সংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান চালায়। অভিযানে পাচারকারীদের গোপন আস্তানা থেকে ৪ জন নারী ও ১ জন শিশুকে জীবিত উদ্ধার করা হয়। এ সময় এক মানব পাচারকারীকে আটক করতে সক্ষম হয় যৌথ বাহিনী।
উদ্ধারকৃতদের বরাত দিয়ে কোস্ট গার্ড জানায়, সংঘবদ্ধ কয়েকটি পাচারকারী চক্র উন্নত জীবনের প্রলোভন, উচ্চ বেতনের চাকরি ও অল্প খরচে বিদেশ যাত্রার আশ্বাস দিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন স্থান থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের প্রলুব্ধ করেছিল। পরবর্তীতে তাদের গহীন পাহাড়ে বন্দি করে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় এবং মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল দিয়ে মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা ছিল চক্রটির।
উদ্ধারকৃত ভুক্তভোগী ও আটক মানব পাচারকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক বিএন জানান,
“মানব পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের নজরদারি ও অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে। যেকোনো মানবপাচার চক্রকে আইনের আওতায় আনতে আমাদের অভিযান চলমান।”
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























































































































































