কুষ্টিয়ায় লালনের আখড়াবাড়ি থেকে ৭৮ মোবাইল চুরি, গ্রেপ্তার-১২

- আপডেট সময়- ০৫:৪০:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ২১ বার পড়া হয়েছে

কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।
কুষ্টিয়ার কুমারখালীতে বাউলসম্রাট ফকির লালন শাহের তিরোধান দিবসের অনুষ্ঠান থেকে ৭৮টি মোবাইল ফোন চুরির অভিযোগ পাওয়া গেছে। ছেঁউড়িয়ায় আখড়াবাড়িতে তিন দিনের অনুষ্ঠানে লাখো মানুষ অংশগ্রহণ করে। ভীড়ের সুযোগে সক্রিয় ছিল মোবাইল ফোন চোর, পকেটমারসহ একাধিক চক্র।
সোমবার কুমারখালী থানার পুলিশ পরিদর্শক আমিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
পুলিশ বলছে, অনুষ্ঠানের তিনদিনে ফোন চুরির ঘটনায় ৭৮ জন ভুক্তভোগী সাধারণ ডায়েরি করেছেন। এছাড়া ২১ হাজার ৫০০ জাল টাকাসহ বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে র্যাব। এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কুষ্টিয়ার ভেড়ামারার শাওন ইসলাম বলেন, শনিবার লালন মাজারে গিয়েছিলাম।
রাত ১০টার দিকে দেখি পকেটে রেডমি ফোনটি নেই। কোথাও না পেয়ে থানায় জিডি করেছি। একই অভিযোগ করেন, কুমারখালীর সদকী ইউনিয়নের দড়ি বাটিকামারা এলাকার স্কুল শিক্ষক পলাশ কুমার বিশ্বাস। তিনিও থানায় একটি জিডি করেছেন।
পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। তারপরও মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে বলে জানান, কুমারখালী থানার পরিদর্শক আমিরুল ইসলাম। তিনি বলেন, তিন দিনে ৭৮ জনের অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে ১২ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
ওসি খোন্দকার জিয়াউর রহমান বলেন, শনিবার রাতে আখড়বাড়ির প্রবেশপথ থেকে জাল ২১ হাজার ৫০০ টাকাসহ একজনকে আটক করে র্যাব।
তাকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ