সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, ইসলাম ও জীবন, উপজেলা প্রশাসন, কক্সবাজার, গণমাধ্যম, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, টেকনাফ, দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ, বিজিবি
উখিয়ায় শীর্ষ মাদক কারবারি তাজ উদ্দিন গ্রেপ্তার

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৬:২০:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ২ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,
টেকনাফ(কক্সবাজার)প্রতিনিধি।।
কক্সবাজার জেলার উখিয়া থানাধীন হলুদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা বাজার এলাকা থেকে এন্টি নারকোটিকস টাস্কফোর্স কর্তৃক ঘোষিত জেলার শীর্ষ মাদক কারবারি মো. তাজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫ ও ৬৪ বিজিবির যৌথ দল।
শনিবার (১২ অক্টোবর ২০২৫) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-১৫ ও ৬৪ বিজিবির একটি যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই সংস্থাটি সন্ত্রাস, খুন, অপহরণ, অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করছে। সীমান্তবর্তী জেলা কক্সবাজারে মাদক চোরাচালান প্রতিরোধে র্যাব ও বিজিবি যৌথভাবে অভিযান অব্যাহত রেখেছে।
গ্রেপ্তার হওয়া তাজ উদ্দিন (৩০) হলুদিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মরিচ্যা এলাকার মৃত সেহের আলীর ছেলে। তাঁর বিরুদ্ধে মাদক ব্যবসার একাধিক অভিযোগ রয়েছে।
র্যাব জানায়, গ্রেপ্তারের পর তাজ উদ্দিনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ