বাজার সিন্ডিকেটের ফলে আমরা মানুষের আস্থার জায়গা তৈরি করতে পারছি না: ডিসি
- আপডেট সময়- ০৭:০১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, সরকার একটি টেকসই বাজার ব্যবস্থা করতে যাচ্ছে, যেখানে কেউ কোনভাবে প্রতারিত হবে না এবং সকলের জন্য সমান অধিকার থাকবে।
এই ব্যবস্থা আমরা তৈরি করতে চাই। সেক্ষেত্রে শুধু আইন প্রয়োগের মাধ্যমে সেটি সম্ভব নয়, যদিও আমরা আইন অমান্য ও কোন অপরাধ করলে আইন প্রয়োগ করে থাকি।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতিযোগিতা কমিশন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক(ডিসি) বলেন, শুধু বড় বড় ব্যবসায়ী বা প্রতিষ্ঠানগুলোই সিন্ডিকেট করছে না, যেখানে সুযোগ আছে তারা চেষ্টা করছে, আর সুযোগ না পেলে ভিন্ন চিত্র দেখা যায়। আমরা চাই কারো কাছে কোন সিন্ডিকেট থাকবে না, এবং সকলের আস্থার জায়গা তৈরি হবে। আমরা যারা সরকারি চাকরি করছি, মানুষের আস্থার জায়গা তৈরি করতে পারছি না। মানুষ মনে করে না যে, এখানে গেলে তার সমস্যার সমাধান হবে। আমাদের এ আস্থা তৈরি করতে হবে।
তিনি আরও বলেন, কাঁচা বাজারে সিন্ডিকেটের মাধ্যমে দাম বৃদ্ধি করা হচ্ছে। কৃষকের মাঠ থেকে তাজা সবজি এনে এখানে চড়া দামে বিক্রি করা হচ্ছে। সার্বিক বিষয়গুলো নজরদারি করলে আমাদের উদ্দেশ্য বাস্তবায়ন সম্ভব হবে।
সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য ড. মো. আখতারুজ্জামান তালুকদার, পরিচালক (উপসচিব) মোহাম্মদ ইকতিদার আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নাঈমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা, নাসিক, নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আ. মান্নান মিয়া, জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক আ. জা. মু. আহসান শহীদ সরকারসহ বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


































































































































































