বিশেষ চাহিদা সম্পন্নদের পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত রূপ”: ডিসি
- আপডেট সময়- ০৬:০২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ৭ বার পড়া হয়েছে

শারীরিক প্রতিবন্ধী অসহায় এক দরিদ্র মায়ের সন্তান মাহিনকে ইলেকট্রিক হুইল চেয়ার দিয়ে মায়ের মূখে হাসি ফোটালেন মানবিক ডিসি..!
বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সহায়তায় শারীরিক প্রতিবন্ধী অসহায় এক দরিদ্র মায়ের সন্তান মাহিন শাহরিয়ার পেল ইলেকট্রিক হুইল চেয়ার।
বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে শারীরিক প্রতিবন্ধী অসহায়কে মাহিনকে জেলা প্রশাসক(ডিসি) নিজে হাতে ইলেকট্রিক হুইল চেয়ারটি তুলে দেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক( ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “গত সপ্তাহে মাহিনের মা তাকে কোলে করে আমার অফিসে নিয়ে এসেছিলেন। তাদের কষ্ট দেখে আমার খুবই মায়া লেগেছিল।তখনই কিছু আর্থিক সহায়তা দিয়েছিলাম। তখন তারা অনুরোধ করেছিলেন মাহিনের জন্য একটি ইলেকট্রিক হুইল চেয়ার দেওয়ার। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, চেষ্টা করবো। পরে জেলা পরিষদের আর্থিক সহযোগিতায় আজ সেই চেয়ারটি দিতে পেরে নিজেকে গর্বিত ও শান্তি অনুভব করছি।
তিনি আরও বলেন, “যাদের বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান রয়েছে, তারা আসলে সবচেয়ে বড় সংগ্রামী। তাদের প্রতি আমাদের বিশেষ কৃতজ্ঞতা থাকা উচিত। আমাদের সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান রইলো এমন সন্তানদের যেন চার দেয়ালের মধ্যে আটকে না রাখি।তাদের পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত রূপ।”
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসাইন, সমাজসেবা অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক আসাদুজ্জামান সরদারসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
































































































































































