না’গঞ্জের মাদকের হট স্পষ্টগুলো চিহৃিত করে গুরিয়ে দেয়া হবে: ডিসি

- আপডেট সময়- ০৬:৪৮:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫ ১১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাগন ও সুশীল সমাজের লোকজন জেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
রোববার (১২ অক্টোবর) দুপুর ১২টায় জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা প্রথমেই ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বলেন, “বর্তমানে ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমবর্ধমান। ইতোমধ্যেই হাসপাতালগুলোতে কিট সরবরাহ করা হয়েছে। তবে কিট দিয়ে একাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। সবার সচেতনতা ও নিজের দায়িত্ব পালনের মাধ্যমে শহরকে পরিষ্কার রাখা এখন অতীব জরুরি।”
তিনি আরও জানান, এমআরটি-২ লাইন নিয়ে নতুনভাবে প্রকল্প গ্রহণ করা হয়েছে। নতুন পরিকল্পনায় মেট্রোরেল নারায়ণগঞ্জের সঙ্গে যুক্ত থাকবে এবং আগামী সপ্তাহে সংশ্লিষ্ট পক্ষ পুনরায় উপস্থাপন করবে।
নারায়ণগঞ্জ থেকে ঢাকা সংযোগ সড়কের লাইট চুরি নিয়ে জেলা প্রশাসক(ডিসি) বলেন, লিংক রোডে অবস্থিত লাইট চুরি হচ্ছে। আমরা চাই পুলিশ প্রশাসন এ বিষয়ে গুরুত্ব দিক এবং রাস্তাটিকে আন্তর্জাতিক মানের রাস্তায় রূপান্তরিত করা হোক।
কালীপূজা উৎসবকে কেন্দ্র করে তিনি বলেন, “সবাই আমাদের স্বাভাবিক অবস্থানে থাকুন। উৎসবকালীন শান্তি ও সহমর্মিতা বজায় রাখতে আপনারা সহযোগিতা করেছেন, যার জন্য কৃতজ্ঞ।
শহরের মাদক ও যানজট বিষয়ে ডিসি বলেন, “নারায়ণগঞ্জের সবচেয়ে বড় সমস্যা মাদক। সচেতনতা না হলে এই সমস্যা থেকে কোনোভাবেই রেহাই পাওয়া যাবে না। শহরের গুরুত্বপূর্ণ এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।এবং মাদকের আখড়া এবং চিহ্নিত স্থানগুলো গুড়িয়ে চুরমার করে দেয়া হবে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সিভিল সার্জন এ এফ এম মুশিউর রহমান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব নূর কুতুবুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) মো. জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা, জেলা আনসার কমান্ডার কানিজ ফারজানা শান্তা, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জামায়াতে ইসলামী মহানগরের সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়কারী তরিকুল ইসলাম, ইসলামী আন্দোলন মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক আহমেদুর রহমান তনু, গোলাম সারোয়ার ফারুক, সাবেক সদস্য সচিব জাবেদ আলম, মহানগরের সাবেক আহ্বায়ক মাহফুজ খান প্রমুখ।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ