না’গঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান’কে সমর্থন করলেন ব্যবসায়ীদের একাংশ
- আপডেট সময়- ০৩:১৩:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ১৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক।।
সম্মিলিত নারায়ণগঞ্জ ব্যবসায়ী সমাজের উদ্যোগে “ব্যবসায়ী নেতৃবৃন্দের ভাবনায় আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬, নারায়ণগঞ্জ-৫” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাবের হলরুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বিশিষ্ট ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদ।
বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব বদিউজ্জামান বদুর সভাপতিত্বে এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টুর সঞ্চালনায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ক্রীড়ানুরাগী সমাজসেবক মাসুদুজ্জামান বলেন, নারায়ণগঞ্জকে অনেকে ধনী শহর বলে মনে করেন, কিন্তু বাস্তবে এই শহরের মানুষ নানা সমস্যা নিয়ে জর্জরিত। এটা কেউ দেখে না, উপলব্ধি করে না। নিরাপত্তাহীনতা, মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং এসব আমাদের বড় চ্যালেঞ্জ। একজন ব্যবসায়ী হিসেবে আমাদের দায়িত্ব হলো, এই শহরের মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।
তিনি বলেন, আমি ব্যবসায়ীদের চাপেই নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দায়িত্ব নিয়েছিলাম এবং চাঁদা বকেয়া উদ্ধার করেছিলাম। আমি আপনাদের পাশে থেকে কাজ করে যেতে চাই। ভবিষ্যতে নারায়ণগঞ্জের ক্রীড়া ও ব্যবসায়িক উন্নয়নে কাজ করতে চাই। এমপি হই বা না হই, আমি আপনাদের জন্য কাজ করব।
ব্যবসায়ীদের উদ্দেশে মাসুদুজ্জামান বলেন, কোনো প্রার্থী নির্বাচনে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেবেন এটা গ্রহণযোগ্য নয়। নির্বাচন করবেন নিজের সামর্থ্যে। ব্যবসায়ীরা যেন নিরাপদে থাকতে পারেন, সেই সমাজ আমরা গড়তে চাই।
এসময় ব্যবসায়ী নেতারা সর্বসম্মতভাবে মাসুদুজ্জামান মাসুদের প্রতি সমর্থন ঘোষণা করেন।
বিকেএমইএ’র পরিচালক জি. এম. হায়দার বাবুল বলেন, রাজনীতি মানে দেশের সেবা করা। আমরা এখন এমন একজন প্রার্থী চাই, যিনি সমাজ ও ব্যবসায়ীদের জন্য কাজ করবেন।
বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশনের পরিচালক আলহাজ্ব দুলাল মল্লিক বলেন, মাসুদ ভাই ক্লিন ম্যান, তিনি নারায়ণগঞ্জের উন্নয়নে নিবেদিত। দল তাকে মনোনয়ন দিলে আমরা তার জন্য সর্বাত্মকভাবে কাজ করব।
বাংলাদেশ নিটিং এসোসিয়েশনের পরিচালক আবু তাহের শামীম বলেন, “চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে যিনি কাজ করবেন, তাকেই নির্বাচিত করতে হবে।
বিকেএমইএ সদস্য ভবানী শংকর রায় বলেন, মাসুদ ভাইয়ের যোগ্যতা আছে, আমরা চাই তিনি নারায়ণগঞ্জের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হোন।
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিচালক গোলাম সারোয়ার সাঈদ বলেন, ব্যবসায়ীরা দীর্ঘদিন নানা জুলুমের শিকার। আমরা চাই মাসুদ ভাই ব্যবসায়ীদের কণ্ঠস্বর হয়ে উঠুন।
বিকেএমইএ’র সাবেক সহ-সভাপতি জাহিদুল হক দীপু বলেন, “নারায়ণগঞ্জকে ব্যবসাবান্ধব জেলা হিসেবে গড়ে তুলতে হবে। এমন নেতৃত্ব চাই, যারা আমাদের পাশে থাকবে।
বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস এসোসিয়েশনের সহ-সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ বলেন, আমরা মাসুদ ভাইকে আগামী দিনে নারায়ণগঞ্জ-৫ আসনের কান্ডারী হিসেবে দেখতে চাই। তিনি নমিনেশন পেলে আমরা ঐক্যবদ্ধভাবে তার জন্য কাজ করব।
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের জন্য যারা কাজ করবেন তারাই নেতৃত্বে আসবেন। মাসুদ ভাইকে নমিনেশন দেওয়া হলে নারায়ণগঞ্জকে নিরাপদ ও ব্যবসাবান্ধব শহর হিসেবে গড়ে তুলব।
সাবেক জেলা বিএনপি নেতা মনিরুল ইসলাম রবি বলেন, নারায়ণগঞ্জ শিল্পের মাতৃতালয়। আমাদের দল ক্ষমতায় এলে ব্যবসায়ীদের সুরক্ষা দেবে। মাসুদ ভাইয়ের রাজনৈতিক ও ব্যবসায়িক যোগ্যতা রয়েছে।
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর বলেন, “মাসুদ ভাইয়ের এখন নেওয়ার সময় নয়, দেওয়ার সময়। তিনি যদি এমপি হন, নারায়ণগঞ্জের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করবেন।
বাংলাদেশ ক্লথ মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি প্রবীর সাহা বলেন, “যদি তিনি সংসদ সদস্য হন, সেটি হবে আমাদের সৌভাগ্য। ব্যবসায়ীদের মধ্যে বিভক্তি নয়, ঐক্য চাই। দল তাকে মনোনয়ন দিলে আমরা একযোগে কাজ করব।
এরপর সভাপতির বক্তব্যে বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব বদিউজ্জামান বদু বলেন, মাসুদুজ্জামান একজন ব্যবসায়ী বান্ধব নেতা। আমরা নারায়ণগঞ্জ-৫ আসনে তার জন্য কাজ করব, ব্যবসায় খাতকে এগিয়ে নিতে।
এসময় সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, তরুণ উদ্যোক্তা, সমাজকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবীর সাহা, নিটিং অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আবু তাহের শামীম, শহীদ জিয়া স্মৃতি সংসদ মহানগরের সভাপতি দুলাল মল্লিক, বিকেএমইএ পরিচালক জি. এম. হায়দার বাবুল, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পরিচালক ও জে. এম. এ. সভাপতি সোলায়মানসহ প্রমুখ।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ






















































































































































