সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, গণমাধ্যম, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, টেকনাফ, দেশজুড়ে, নারী ও শিশু, পূর্বাভাস, বাংলাদেশ, র্যাব
টেকনাফে র্যাবের অভিযানে দেশীয় ও নকল বিদেশি মদসহ আটক-৩

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:৩১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ ১২ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,
টেকনাফ(কক্সবাজার)প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম গোদারবিল এলাকায় অভিযান চালিয়ে ১৫ লিটার দেশীয় মদ, এক লিটার নকল বিদেশি মদ ও বিপুল পরিমাণ বিদেশি মদ তৈরির সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
র্যাব জানায়, শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) দুপুরে র্যাব-১৫ এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম গোদারবিল এলাকার মুসা আলী হাজীর ভিটা সংলগ্ন ইসমাইলের সেমিপাকা বাড়িতে অভিযান চালায়। এ সময় তিনজন মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।
অভিযানে ১৫ লিটার দেশীয় মদ, এক লিটার প্রস্তুতকৃত নকল বিদেশি মদ, ৩৮টি খালি বিদেশি কাঁচের বোতল, ২৪ লিটার মিনারেল ওয়াটার, ৭০০ মিলিলিটার চিনির ক্যারামেলসহ মদ তৈরির অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দেশীয় ও নকল বিদেশি মদ তৈরি করে স্থানীয় মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিল।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—
রেজাউল করিম (২৫), পিতা–আবদুল হাশিম, মাতা–সোনা বানু, ঠিকানা–উত্তর লেঙ্গুরবিল, সুফিয়া মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
বিপুল বিশ্বাস, মাতা–মুক্তি রানী, ঠিকানা–আলীপুর, বনিক বাড়ি, ফরিদপুর কোতয়ালী থানা। মো. আল আমিন (১৯), পিতা–মো. মমিনুল ইসলাম, মাতা–আমেনা খাতুন, ঠিকানা–ফলগাছা, মোল্লা বাড়ি, সুন্দরগঞ্জ, গাইবান্ধা।
র্যাব-১৫ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ