সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আবহাওয়া ও জলবায়ু, ইসলাম ও জীবন, উপজেলা প্রশাসন, কক্সবাজার, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, টেকনাফ, দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ
টেকনাফে নিখোঁজের ২২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৬:২৪:১১ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ১৫ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,
টেকনাফ(কক্সবাজার)প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফে নিখোঁজের ২২ ঘণ্টা পর চার বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পরিবার।
রোববার (৫ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালীর দিলু মেম্বারের বাড়ির পাশের একটি পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
নিহত শিশুটির নাম আফসি মনি (৪)। তিনি টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড হোয়াকিয়া পাড়ার ইঞ্জিনিয়ার মামুনের মেয়ে।
পরিবারের সদস্যরা জানান, শনিবার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে বাড়ির আঙিনা থেকে নিখোঁজ হয় আফসি। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। পরদিন দুপুরে পাশের একটি পুকুরে ভাসমান অবস্থায় স্থানীয় লোকজন শিশুটির লাশ দেখতে পান।
পরিবারের অভিযোগ, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে পানিতে ফেলে দেওয়া হয়েছে। তাঁদের দাবি, শিশুটির কানের দুল নেই এবং মুখে প্লাস্টারের দাগ পাওয়া গেছে।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) হিমেল বড়ুয়া বলেন,
“বিষয়টি স্থানীয়দের কাছ থেকে জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ