সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, কক্সবাজার, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, টেকনাফ, দেশজুড়ে, নারী ও শিশু, পূর্বাভাস, বাংলাদেশ, বিজিবি
টেকনাফে গাঁজাসহ তিন নারী মাদক কারবারি আটক

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:১২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ ১৬ বার পড়া হয়েছে

টেকনাফ(কক্সবাজার)প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর এক ঝটিকা অভিযানে ৩ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ তিন নারী মাদক কারবারি আটক হয়েছেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে শাহপরীরদ্বীপ জেটিঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্র জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়—শাহপরীরদ্বীপ থেকে সেন্টমার্টিনগামী একটি নৌযানে যাত্রীবেশে কিছু মাদক কারবারি বিপুল পরিমাণ মাদকদ্রব্য পাচারের চেষ্টা করছে। তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি-এর নির্দেশে কয়েকটি চৌকস টহলদল মোতায়েন করা হয়।
পরিকল্পনা অনুযায়ী সকাল ১১টা ৩০ মিনিটের দিকে জেটিঘাট এলাকায় নজরদারি বাড়ানো হয়। ওই সময় সেন্টমার্টিনগামী তিন নারী যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে বিজিবির নারী সদস্যরা তাদের দেহ তল্লাশি করেন। তল্লাশিতে দেখা যায়, তাদের শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা রয়েছে গাঁজা। পরে মোট ৩.৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতার তিন নারী হলেন—
রুবায়দা (১৮), পিতা আজু মিয়া, সেন্টমার্টিন ফাতেমা খাতুন (২০), পিতা মৃত দোস মাহমুদ, সেন্টমার্টিন
সারমিন (১৮), পিতা মো. জাফর, মাঠপাড়া, টেকনাফ
এ ঘটনায় পলাতক রয়েছেন—আলী হোসেন, সেন্টমার্টিনের বাসিন্দা।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন,
“সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদক চোরাচালানে জড়িত কোনো ব্যক্তিকেই ছাড় দেওয়া হবে না।”
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ