সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, ইসলাম ও জীবন, উপজেলা প্রশাসন, কুড়িগ্রাম, গাইবান্ধা, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ
গাইবান্ধায় স্ত্রীর ওপর অভিমান করে যুবকের আত্মহননের চেষ্টা
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৬:২৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ১১ বার পড়া হয়েছে

ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধি।।
গাইবান্ধার সুন্দরগঞ্জে পারিবারিক কলহের জেরে মর্মান্তিক এক আত্মহননের চেষ্টার ঘটনা ঘটেছে। নিজের শরীরে পেট্রল ঢেলে আত্মদাহের চেষ্টা করেছেন রায়হান মিয়া (২৭) নামের এক যুবক। স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে ফিরিয়ে আনার জন্য তিনি তার বাবাকে অনুরোধ করেছিলেন, কিন্তু বাবা তার স্ত্রী কে ফিরিয়ে আনতে না পারায়, এই মরিয়া পদক্ষেপ নেন তিনি।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের নতুনবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতরভাবে দগ্ধ অবস্থায় তাকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
রায়হানের আত্মীয়স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে আদুরী বেগমের সঙ্গে বিয়ে হয় রায়হানের। তাদের দুটি সন্তানও রয়েছে। কিন্তু সম্প্রতি রায়হানের পরকীয়ার সম্পর্ক নিয়ে সংসারে অশান্তি শুরু হয়। এই সম্পর্ক নিয়ে স্ত্রীর সঙ্গে বিরোধ তীব্র হয়ে উঠলে, প্রায় এক মাস আগে আদুরী বেগম দুই সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে যান।
রায়হান কয়েকবার শ্বশুরবাড়ি গেলেও স্ত্রী ফিরে আসতে রাজি হননি। শেষ পর্যন্ত তিনি তার বাবা চাঁন মিয়াকে অনুরোধ করেন যেন তিনি স্ত্রীকে বুঝিয়ে সংসারে ফিরিয়ে আনেন। কিন্তু চাঁন মিয়া সেই অনুরোধ রাখতে শ্বশুরবাড়ি গেলেও, সেখানে তার পুত্রবধূকে ফিরিয়ে আনার ব্যাপারে কোনো সমাধান হয়নি। বরং শ্বশুরবাড়ির পক্ষ থেকে কিছু শর্তারোপ করা হয়, যা নিয়ে সমঝোতা না হওয়ায় চাঁন মিয়া স্ত্রীকে নিয়ে না ফিরে একাই বাড়ি চলে আসেন।
বাবার কাছ থেকে এই খবর শুনেই রায়হান মারা যাওয়ার সিদ্ধান্ত নেন। রাগ, ক্ষোভ আর অভিমানে তিনি নিজের শরীরে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেন। প্রতিবেশীদের তৎপরতায় আগুন নিভিয়ে ফেলা সম্ভব হলেও তার শরীরের ৯০ শতাংশই পুড়ে গেছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোকলেছুর রহমান মণ্ডল ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায়হানের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. হাকিম আজাদ বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না আসলেও বিষয়টি তারা জানতে পেয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


































































































































































