ক্ষুদে কারাতে প্রতিযোগীদের আর্থিক সহায়তায় এগিয়ে আসলেন জেলা প্রশাসক

- আপডেট সময়- ০৫:২৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫ ৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি।।
বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন আয়োজিত জাতীয় কম্বাত জুজুৎসু প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খুদে খেলোয়াড়দের পাশে আর্থিক অনুদান দিয়ে এগিয়ে আসলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) জেলা প্রশাসকের(ডিসি) কার্যালয়ে গিয়ে আর্থিক সহায়তার আবেদন করার সাথে সাথেই তিনি সহায়তা হাত বাড়িয়ে দেন।
আগামী শনিবার (১১ অক্টোবর) রাজধানীর সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত জাতীয় কারাতে প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ জেলা থেকে মোট ২৮ জন খেলোয়াড় অংশ গ্রহন করবেন।
তবে তাদের এই অংশগ্রহণে অন্তরায় হয়ে দাড়ায় আর্থিক অসচ্ছলতা, ফলশ্রুতিতে এক প্রকার বাধ্য হয়েই মানবিক জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা স্মরণাপন্ন হন। সেই সাথে জেলা প্রশাসক আবেদন পরিপ্রেক্ষিতে সাথে সাথেই এতে সাড়া দেন।
একাডেমির প্রতিষ্ঠাতা ও আন্তর্জাতিক কারাতে কোচ আশরাফুল ইসলাম জানান, একটি ক্যারাতে প্রতিযোগিতার ইভেন্টে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশনসহ আনুষ্ঠানিক একটা খরচ হয়। আমাদের একাডেমির অনেক শিক্ষার্থীই আর্থিকভাবে অসচ্ছল হওয়ায়। কেউ কেউ আবার মাসিক বেতনও দিতে পারে না।
আর তাই কোনো উপায় না পেয়ে আমরা কয়েকজন কোচ, ক্ষুদে কারাতে শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা মিলে জেলা প্রশাসক(ডিসি) জাহিদুল ইসলাম মিঞা স্যারের কাছে যাই। সেখানে আমরা আর্থিক সহায়তার আবেদন জমা দেই।
স্যার একটুও দেরি না করে, আমাদের সমস্যা সমাধানে সঙ্গে সঙ্গেই একটি আর্থিক সহায়তার অনুদানের চেক হাতে তুলে দেন।
ক্ষুদে কারাতে খেলোয়াড় ফাইহা বিনতে ফরহাদ আবদিয়ার মা রিফাত সুলতানা বলেন, ডিসি স্যারের ব্যবহার অত্যন্ত ভালো। তিনি বাচ্চাদের খুব পছন্দ করেন এবং খেলাধুলার প্রতি তার অনেক আগ্রহ দেখে আমারা আবেগাপ্লুত। এর আগেও যখন নারায়ণগঞ্জ জেলার খুদে কারাতেরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মেডেল জিতেছিল, তখন ডিসি অফিসের হলরুমে তাদের দাওয়াত দিয়ে সার্টিফিকেট ও মিষ্টি খাইয়ে উৎসাহিত করেছিলেন।
বাংলাদেশ সেলফ ডিফেন্স অ্যান্ড স্পোর্টস কারাতে একাডেমির নারী কোচ ও ব্লাক বেল্টধারী রোকেয়া জাহান মীম আজ আমাদের অফিসে ডেকে আপ্যায়ন করেছেন, সবার সঙ্গে ছবি তুলেছেন। আগেও ভালো খেলায় অংশগ্রহণের জন্য আমাকে উৎসাহীত করেছেন।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ