সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, কক্সবাজার, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, টেকনাফ, দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ, বিজিবি
কক্সবাজারে ১৬ হাজার ৪০০ ইয়াবাসহ তিন তৃতীয় লিঙ্গের হিজরা আটক

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৩:৪৮:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫ ২০ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,
টেকনাফ(কক্সবাজার) প্রতিনিধি।।
কক্সবাজারের রেজুখাল চেকপোস্টে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৪ ব্যাটালিয়নের মাদকবিরোধী অভিযানে ১৬ হাজার ৪০০ পিস বার্মিজ ইয়াবাসহ তিনজন তৃতীয় লিঙ্গের (হিজরা) ব্যক্তিকে আটক করেছে।
বুধবার (১ অক্টোবর) সকাল ১১টা ১০ মিনিটের দিকে নিয়মিত তল্লাশির সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশি করে বিজিবি সদস্যরা। এ সময় যাত্রীদের শরীরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন—
১. মো. জুবাইর (৫০), পিতা: সব্বির আহমেদ, কায়ুকখালী পাড়া, ৩নং ওয়ার্ড, টেকনাফ পৌরসভা।
২. মোহাম্মদ জোবাইর (২৮), পিতা: নুরুল আলম, রোহিঙ্গা ক্যাম্প নং-০৮, ব্লক W-08, বালুখালী।
৩. ললিতা (৪০), পিতা: মৃত সৈয়দ আহমেদ, ব্লক C-22, লেদা রোহিঙ্গা ক্যাম্প।
এ সময় মাদক পাচারে ব্যবহৃত তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে ইয়াবা ও মোবাইলসহ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে ৩৪ বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা ও মাদকবিরোধী অভিযানে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। এর ফলে সীমান্ত এলাকার মানুষ আশ্বস্ত বোধ করছে।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ