সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, ইসলাম ও জীবন, ঈশ্বরদী, উপজেলা প্রশাসন, গণমাধ্যম, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারী ও শিশু, পাবনা, বাংলাদেশ
ঈশ্বরদীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৪:৩৭:১১ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫ ৯ বার পড়া হয়েছে

ঈশ্বরদী(পাবনা) প্রতিনিধি।।
বুধবার(৮ অক্টোবর) সকালে ঈশ্বরদীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। ঈশ্বরদীতে সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা আকন্দ রাব্বি উল্লাহ্ মানিকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান মমিন,উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান,উপজেলা প্রা্থমিক শিক্ষা কর্মকর্তা শাহিনা আক্তার, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না, মহিলা বিষয়ক অধিদপ্তর কর্মকর্তা সুবীর কুমার পাল, মৎস্য খামার ব্যবস্থাপক রেজাউল ইসলাম, আমন্ত্রিত শিশুর মা আঁখি আক্তার আয়শা ও শিক্ষাথী শিরিন আক্তারসহ অন্যরা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান বলেন, কন্যাশিশু ও ছেলে শিশুদের আলাদা করে দেখার সুযোগ নেই। প্রতিটি মায়ের দায়িত্ব শিশুদের এক নজরে আদর ভালবাসা দিয়ে সঠিক পথে পরিচালনা করা। যদিও আমাদের সমাজে ইফটিজিং,মাদক ও বাল্য বিবাহ সমস্যা রয়েছে। এসমস্যা বর্তমানে কিছুটা কমে গেলেও মায়েদের সার্বক্ষণিক সতর্ক থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। একইভাবে এই সমস্যার সমাধানে প্রশাসনের পাশাপাশি সমাজের দায়িত্বশীলদেরও এগিয়ে আসতে হবে।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ