নারায়ণগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

- আপডেট সময়- ০৩:৪০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক।।
প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করা আমাদের দায়িত্ব।এর আলোকে নারায়ণগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১২ অক্টোবর) সকালে নগরীর হাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
অনুষ্ঠানে জেলা প্রশাসক(ডিসি) বলেন, “৯ মাস বয়স থেকে ১৫ বছরের নিচের সকল শিশু-কিশোররা এই টিকা পাবে। একজনও যেন টিকাদান কর্মসূচি থেকে বাদ না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। কোনো শিশু যদি কোনো কারণে বাদ পড়ে, তবে তারা পরবর্তীতে উপজেলা হাসপাতালের স্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা নিতে পারবে। কেউ যদি টাইফয়েড টিকা থেকে বঞ্চিত হয়ে ভবিষ্যতে টাইফয়েডে আক্রান্ত হয়, তাহলে সেই দায় আমাদের নিতে হবে।”
তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মই দেশ পরিচালনা করবে, তারা যেন কোনো রোগে আক্রান্ত হয়ে সমাজের বোঝা না হয়ে দাঁড়ায়, সে জন্য প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করা আমাদের দায়িত্ব।”
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য সূত্রে জানা গেছে, এবার নারায়ণগঞ্জ জেলার পাঁচটি উপজেলায় মোট ৫ লাখ ১ হাজার ৭২১ জন শিশুকে ১৮ কর্মদিবসের মধ্যে টাইফয়েড টিকা দেওয়া হবে। তবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের(নাসিক) আওতাভুক্ত এলাকা এ কার্যক্রমের অন্তর্ভুক্ত নয়।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান এ-র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলমগীর হোসাইন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিনসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীগন
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ