সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, কক্সবাজার, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, টেকনাফ, ঢাকা, দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ, বিজিবি
টেকনাফে বার্লিন’র তৎপরতায় ঢাকাগামী বাসে লুকিয়ে রাখা ৫’শ ইয়াবাসহ আটক-১

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৩:১৬:১০ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫ ২৫ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,
টেকনাফ(কক্সবাজার)প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফে বিজিবির বিশেষ প্রশিক্ষিত কুকুর ‘বার্লিন’-এর তৎপরতায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনের অভিযোগে এক যাত্রীকে আটক করা হয়।
শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর দমদমিয়া চেকপোস্ট এলাকায় এই অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, টেকনাফ থেকে ঢাকাগামী ইউরো কোচ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১২-১৩২৪) নিয়মিত তল্লাশির জন্য থামানো হয়। তল্লাশির এক পর্যায়ে মাদক শনাক্তকরণে দক্ষ কে-নাইন (K-9) ডগ ‘বার্লিন’ একজন যাত্রীর প্রতি বারবার সংকেত দেয়। তার আচরণ সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা বিস্তারিত তল্লাশি চালিয়ে তার কাছ থেকে লুকানো অবস্থায় ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
আটক ব্যক্তির নাম মো. সানি হোসেন (৪০)। তাঁর বাড়ি বরগুনার বেতাগী থানার দেশান্তরকাঠি গ্রামে।
বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জব্দ করা ইয়াবাসহ তাঁকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।
তিনি আরও বলেন, “দেশের সীমান্তে মাদক প্রবেশ রোধে বিজিবি সর্বদা সতর্ক। মাদকমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকারে আমাদের অভিযান আরও জোরদার হবে।”
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ