ফতুল্লার কুখ্যাত কিশোর গ্যাং সন্ত্রাসী একাধিক মামলার আসামী ইভন খুন

- আপডেট সময়- ০৬:২১:৫০ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫ ২৬৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর ও সুগন্ধা এলাকার কুখ্যাত কিশোর গ্যাং সন্ত্রাসী ইভন বাহিনী প্রধান ইভন খুন হওয়ার ঘটনা ঘটেছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) রাতে পূর্ব শত্রুতার জেরেই পরিকল্পিত ভাবে ইসদাইর এলাকার আপন তিন ভাই সাইফুল ওরফে পাগলা সাইফুল, সফিকুল ও বাবু মিলে কুপিয়ে কুখ্যাত কিশোর গ্যাং সন্ত্রাসী ইভনকে হত্যা করেছে।
তথ্য সূত্রে জানা গেছে, নাহিয়ান আজম কিশোর গ্যাং সন্ত্রাসী ইভনকে ইসদাইরের পৌর ওসমানী মাঠের সামনে ডেকে নিয়ে আসে,এসময় তাকে একা পেয়ে তিন ভাই মিলে কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে যায়।
জানা গেছে, কুখ্যাত কিশোর গ্যাং সন্ত্রাসী ইভনের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ইভন নিজ বাহিনী নিয়ে ইসদাইর ও সুগন্ধি এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করতো। বিগত আওয়ামী লীগ আমলে তাকে আজমিরী ওসমানের সহযোগী হিসেবে বেশ চাউর হয়েছিলো বলে তথ্য সূত্রে জানা গেছে।
পরে এলাকাবাসী আহত কুখ্যাত কিশোর গ্যাং সন্ত্রাসী ইভনকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে প্রথমে খানপুর ৩’শ শয্যা হাসপাতালে নিয়ে গেলে অবস্থা বেগতিক দেখলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, অতিরিক্ত রক্তক্ষণনের ফলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কুখ্যাত কিশোর গ্যাং সন্ত্রাসী ইভনের মৃত্যু হয়।
বিস্তারিত আসছে……
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ