সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, ইসলাম ও জীবন, উপজেলা প্রশাসন, কক্সবাজার, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, টেকনাফ, দেশজুড়ে, নারী ও শিশু, পূর্বাভাস, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ
টেকনাফে এপিবিএন’র অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ১১ ডাকাত গ্রেপ্তার

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ১২:০৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,
টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ ১১ জন দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।
এপিবিএন জানায়, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতের দিকে ক্যাম্প এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে এই অভিযান চালানো হয়। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান, তিন রাউন্ড রাইফেলের গুলি, একটি লোহার তলোয়ার, কাঠের বাটযুক্ত রামদা ও চাকু, একটি স্কয়ারবার অস্ত্র এবং একটি লোহার ছুরি উদ্ধার করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন—আব্দু রশিদ (২৪), নুরুল আমিন (৩০), পেঠান আলী (২৩), মো. সুলতান (২৬), আবুল হাসিম (২৪), মো. সলিম (২৪), মো. শরিফ (২১), মো. ফারুক (২০), ওমর ফারুক (২১), বিবি আয়েশা (২০) ও বিবি ছারা (১৮)। তারা সবাই নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের বিভিন্ন ব্লকের বাসিন্দা।
এপিবিএনের কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা স্বীকার করেছে যে তারা প্রায় ৪০-৪৫ জন সহযোগীকে নিয়ে ডাকাতির পরিকল্পনা করছিল। অভিযানের সময় অন্যান্য ডাকাত সদস্যরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও লাঠিসোটা নিক্ষেপ করে আসামিদের ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। তবে দ্রুত ফোর্স পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পরে গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত অস্ত্র টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে—অস্ত্র আইন ১৮৭৮ ও দণ্ডবিধি ১৮৬০-এর বিভিন্ন ধারায়।
বর্তমানে ক্যাম্প এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অজ্ঞাত অন্যান্য ডাকাতদের ধরতে অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করেছে এপিবিএন।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ