সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, ইসলাম ও জীবন, উপজেলা প্রশাসন, কক্সবাজার, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, টেকনাফ, নারী ও শিশু, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, র্যাব
উখিয়ায় র্যাবের অভিযানে বিপুল পরিমাণে ইয়াবা ও অর্থসহ ২ নারী পাচারকারী আটক

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:০০:১৫ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫ ৮৪ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় র্যাব-১৫ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, নগদ টাকা, মোবাইল ও পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। এসময় নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার সন্ধ্যায় উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং এলাকায় এ অভিযান চালানো হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-১৫ এর একটি দল অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও মাহমুদা খাতুন (৫৯) ও সাজেদা খাতুন সাজু (১৯) নামের দুই নারীকে আটক করা হয়।
পরে তাদের তথ্যের ভিত্তিতে পলাতক সাদ্দাম হোসেন, মহিউদ্দিন ও হেলাল উদ্দিনের বাড়িতে তল্লাশি চালিয়ে ৮৯ হাজার ৬০০ পিস ইয়াবা, বিক্রয়লব্ধ ১৬ লাখ ৭১ হাজার ৮৩০ টাকা, তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ও দুটি পাসপোর্ট উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে টেকনাফ সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ বিভিন্ন জেলায় সরবরাহ করছিল। উদ্ধারকৃত মাদক ও জব্দ মালামালসহ গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ