উৎসবমুখর সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনে দুর্গোৎসব উদযাপিত হবে: জেলা প্রশাসক

- আপডেট সময়- ০৫:১৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, “নারায়ণগঞ্জে ২২৪টি পূজা মণ্ডপ আমরা পরিদর্শন করছি। সকল সম্প্রদায়ের মধ্যে যে সম্প্রীতি রয়েছে, তা বজায় রেখে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপন হবে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের টানবাজার সাহাপাড়া সর্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সংলিপ্ত বক্তব্যে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এসময় ডিসি বলেন, প্রতি বছরের ন্যায় এবার আরও বেশি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার আনসার সদস্যদের নির্ধারিত সময়ের ২ দিন আগেই আইনশৃঙ্খলার দায়িত্বে দেয়া হয়েছে।
আমাদের আইনশৃঙ্খলা সভায় আলোচনার মাধ্যমে যেসব পূজা মণ্ডপ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে, সেসব মন্ডপগুলোতে বিশেষ নজরদারির ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিশেষ করে এ শহরে রাতভর পূজা উদযাপন অনুষ্ঠিত হয় এবং আশেপাশের জেলা থেকেও অনেকে সনাতন ধর্মাবলম্বীরা পুজা মণ্ডপ পরিদর্শনে আসেন।
এজন্য চাষাঢ়া মোড়ে দুর্গোৎসবকে ঘিরে একটি বিশেষ বিজিবির টহল টিম সার্বক্ষনিকের জন্য মোতায়েন করা হবে। পাশাপাশি জেলা প্রশাসনের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরাও নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।
তিনি আরও জানান, প্রতিটি পূজামণ্ডপকে সিসি টিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষনিক নজরদারিতে আনা হয়েছে। এছাড়াও পূজা কমিটির আওতাধীন স্বেচ্ছাসেবকদের সবসময় সক্রিয় থাকার আহ্বান জানান জেলা প্রশাসক(ডিসি)।
এসময় জেলা প্রশাসক(ডিসি) সাহাপাড়া পূজা মণ্ডপ ছাড়াও বঙ্কবিহারী আখড়া এবং হনুমান জিউর মন্দির পরিদর্শন করেন।
পরিদর্শনে তার সাথে আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হোসেন, সিনিয়র সহকারী কমিশনার মো. মোনাব্বর হোসেন, জেলা নাজির,মোহাম্মদ কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে, সাবেক সভাপতি শংকর কুমার সাহা, সাধারণ সম্পাদক, শিখন সরকার শিপন, সহসভাপতি তিলোত্তমা দাস, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা, সাধারণ সম্পাদক সুশিল দাস, সহ-সভাপতি উত্তম কুমার সাহা, প্রচার সম্পাদক তপন গোপ, সাংগঠনিক সম্পাদক কষন আচার্য, দপ্তর সম্পাদক সুমন দে, সাহাপাড়া পূজা মণ্ডপের সভাপতি সংকর কুমার সাহা, সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার সাহা, বঙ্কবিহারী আখড়া ও হনুমান জিউর মন্দিরের সভাপতি অঞ্জন সাহা ও সাধারণ সম্পাদক সঞ্জিত রায়।