ক্যাসিনো কাণ্ডের আলোচিত রূপগঞ্জের ডন সেলিম প্রধানসহ গ্রেপ্তার-৯

- আপডেট সময়- ০৯:৪৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে

সেলিম প্রধান। ফাইল ছবি
বিশেষ প্রতিবেদক।।
ক্যাসিনো কাণ্ডের আলোচিত রূপগঞ্জের ডন সেলিম প্রধানসহ ৯জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর গুলশানে সীসা বার পরিচালনার অভিযোগে তাকে আটক করা হয়েছে।
শনিবার(৬ সেপ্টেম্বর) ভোরে বারিধারাস্থ একটি বার থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পুলিশের গুলশান জোনের অতিরিক্ত উপ কমিশনার আল আমিন হোসাইন।
তিনি বলেন, রূপগঞ্জের আলোচিত “সেলিম প্রধানসহ ৯ জনকে তার বার থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে সীসা বার পরিচালনা করছিলেন।”তবে তার সাথে গ্রেপ্তার অন্যদের নাম জানাতে পারেননি তিনি।
সেলিম প্রধান ওরফে ডন সেলিম ‘প্রধান গ্রুপ’ নামে একটি ব্যবসায়ী গ্রুপের চেয়ারম্যান। এই গ্রুপের অধীনে পি২৪ গেইমিং নামের একটি কোম্পানি রয়েছে, যারা ওয়েবসাইটে ঘোষণা দিয়ে ক্যাসিনো ও অনলাইন ক্যাসিনোর জুয়ার কারবার চালিয়ে আসছিল।
প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর হজরত শাহজালাল বিমানবন্দর থেকে সেলিম প্রধানকে আটকের পর তার রাজধানীর গুলশান-বনানীর বাসা ও অফিসে অভিযান চালিয়েছিল র্যাব। ওই অভিযানে ২৯ লাখ টাকাসহ বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়।
ততকালীন সময়ে ওই বাসা থেকে দুটি হরিণের চামড়া পাওয়ায় সেলিম প্রধান ওরফে ডন সেলিম প্রধানকে বন্য প্রাণী সংরক্ষণ আইনে তাৎক্ষণিকভাবে ছয় মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
এর পরদিন গুলশান থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও মুদ্রা পাচার প্রতিরোধ আইনেও দুটি মামলা করে র্যাব। এরও পরবর্তীতে অবৈধ সম্পদের আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দূর্নীতি দমন কমিশনও(দুদক) মামলা করে তার বিরুদ্ধে। দুদকের দায়ের করা ওই মামলায় ডন সেলিমের ৮ বছরের কারাদণ্ড হয়েছে।দীর্ঘ চার বছর কারাগারে থাকার পর ২০২৩ সালের অক্টোবরে জামিনে মুক্তি পান সেলিম প্রধান ওরফে ডন সেলিম।
এর কয়েক মাস পর ফের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনি। তবে তার বিরুদ্ধে ফৌজদারি মামলায় দণ্ডিত হওয়ায় শেষ পর্যন্ত তার প্রার্থিতা বাতিল হয়ে যায়।
দেশের পটপরিবর্তনের পর নিজের তত্ত্বাবধানে আত্মপ্রকাশ করা ‘বাংলাদেশ রিপাবলিক পার্টি’-বিআরপি নামে একটি রাজনৈতিক সংগঠন, এই রাজনৈতিক দলের প্রধান উপদেষ্টা হন সেলিম প্রধান ওরফে ডন সেলিম।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ