রূপগঞ্জে ডিবি পরিচয়ে অপহৃত ইউপি চেয়ারম্যান নাসির উদ্ধার, আটক-১

- আপডেট সময়- ০৫:১১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিবি পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে অপহৃত গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়াকে অপহরণের ছয় ঘণ্টা পর রাজধানীর পোস্তগোলা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণে জড়িত জহির মিয়া নামের এক অপহরণকারীকে আটক করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অপহৃত চেয়ারম্যানকে উদ্ধার করা হয়।
প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে দুপুর ২টার দিকে উপজেলার ভুলতা এলাকার আজিজ সুপার মার্কেটের সামনে থেকে ডিবি পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। অপহরণের সময় তার গাড়িচালক আশিককেও জিম্মি করা হয়। এসময় ডিবি পরিচয়ে অপহরণকারীরা নাসির মিয়াকে সাদা মাইক্রোবাসে তুলে নিলেও তার প্রাইভেটকারটি ঘটনাস্থলেই ফেলে রেখে যায়।
অপহৃত ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান নাসির মিয়া বলেন,
আমি বুধবার বেলা ২টার দিকে ভুলতা এলাকার গোলাকান্দাইল মোড়ে মার্কেন্টাইল ব্যাংকে কাজে যাই। কাজ শেষে ব্যাংক থেকে বের হওয়ার পর কয়েকজন ডিবি পুলিশ পরিচয়ে আমাকে ও চালক আশিককে অস্ত্রের মুখে জিম্মি করে মাইক্রোবাসে তুলে নেয়।
এরপর আমাকে ঢাকার বিভিন্ন এলাকায় ঘোরানো হয় এবং মুক্তিপর দাবি করে নির্যাতন চালানো হয়। টাকা না দিলে হত্যা করার হুমকিও দেয় তারা।
চেয়ারম্যান নাসির মিয়ার ছোট ভাই নুর আলম ভুইয়া জানান, নাসির মিয়া গত প্রায় এক বছর যাবত রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর দুইটার সময় নাসির মিয়া তার ব্যক্তিগত গাড়িতে চড়ে ভুলতা এলাকার আজিজ সুপার মার্কেটে অবস্থিত মার্কেন্টাইল ব্যাংকে যান। কাজ শেষে ব্যাংক থেকে বের হয়ে নিজের গাড়িতে উঠার সময় ৮-৯ জনের একদল দুর্বৃত্ত নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে নাসির মিয়া ও তার গাড়ির চালক আশিককে সাদা রঙের একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেসুর রহমান বলেন, ‘প্রায় ৮-৯ জনের একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে জিম্মি করে গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া ও তার গাড়ির চালককে অপহরণ করে নিয়ে যায় বলে পরিবারের পক্ষ থেকে আমাদের কাছে অভিযোগ করা হয়। সেই প্রেক্ষিতে আমরা তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করি। প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্য মতে ও প্রযুক্তির সহায়তায় আমরা তাদের অবস্থান নিশ্চিত হয়ে রাতে অভিযান চালিয়ে অপহৃত নাসির মিয়া ও তার গাড়ি চালককে মাওয়া রোডের পোস্তগোলা থেকে উদ্ধার করা হয়। এসময় জহিউর নামে অপহরণকারী চক্রের একজনকে আমরা আটক করি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
তিনি আরও বলেন, এ ঘটনায় মামলাসহ আটক জহিউরের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া অপহরণের ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে।’
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর উপজেলা যুবলীগের সভাপতি ও গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের তৎকালিন চেয়ারম্যান কামরুল হাসান ভুইয়া তুহিন গণঅভ্যুত্থানের বিভিন্ন ঘটনার মামলার আসামি হয়ে পলাতক হন। পরে গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান গোলাকান্দাইল নতুনবাজার এলাকার আব্দুল আউয়ালের ছেলে নাসির মিয়া।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, “অপহরণের খবর পেয়ে পুলিশ আধুনিক তথ্যপ্রযুক্তির মাধ্যম ব্যবহার করে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আনুমানিক রাত ৮টার দিকে রাজধানীর পোস্তগোলা এলাকা থেকে অপহৃত নাসির মিয়াকে উদ্ধার করা হয়।” এসময় এ ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়।