না’গঞ্জের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করণে বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

- আপডেট সময়- ০১:১৭:২৬ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ৭২ বার পড়া হয়েছে

এখনি পরিকল্পনা না করলে ভবিষ্যতে ময়লা ফেলার জায়গাই থাকবে না…!
বিশেষ প্রতিনিধি।।
‘নারায়ণগঞ্জ শহর আমার বাড়ি, সচেতন হই পরিষ্কার রাখি’এই স্লোগানকে সামনে রেখে শহর ও পার্শ্ববর্তী এলাকায় সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করণে বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের(ডিসি) কার্যালয়ের সম্মেলন কক্ষে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “আমরা এই শহরে থাকি বসবাস করি, কিন্তু এর কথা ভাবি না। আমাদেরকে ভাবতে হবে শহরই আমার ঘর। একবার এই উপলব্ধি সকলের মধ্যে এলেই সমস্যাগুলো সমাধান করা সহজ হবে। প্রতিদিন এক হাজার টন ময়লা হয়, পাঁচ বছর পর তা দাঁড়াবে ২-৩ হাজার টনে। যদি এখনই সিদ্ধান্ত না নেই, তখন ময়লা ফেলার আর কোনো জায়গা থাকবে না।”
ডিসি আরও বলেন, “পরিবেশ দূষণ রোধে সকলের সহযোগিতা অত্যন্ত জরুরি। নতুন পথে চলা কঠিন হলেও এ কাজ আমাদের করতেই হবে। সমালোচনা আসতে পারে, কিন্তু কাজ চালিয়ে গেলে সফল হবোই।”
নাসিক সচিব নূর কুতুব আলম জানান, শহরের ময়লা ব্যবস্থাপনায় এখনও নির্দিষ্ট কোনো স্থান নেই, তবে দ্রুত সময়ের মধ্যে কল্যাণী খাল পরিস্কার করে এর সমস্যার সমাধান করা হবে।
এসময় পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এ এইচ এম রাশেদ অভিযোগ করেন, ফতুল্লায় অনেকগুলো কারখানা ইটিপি প্লান্ট ছাড়াই চলছে।” তিনি নাগরিক দায়িত্ব পালনের পাশাপাশি মার্কেটগুলোকে বর্জ্য অপসারণে আরও সচেতন হওয়ার উদাত্ত আহ্বান জানান।
সভায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি বলেন, মার্কেটের সামনে পরিচ্ছন্ন রাখা হলেও ফুটপাতের হকাররা ময়লা ছড়িয়ে রাখছে। বারবার বলা সত্ত্বেও তারা নির্দিষ্ট স্থানে ময়লা ফেলছে না।”
জেলা দোকান মালিক সমিতির সেক্রেটারি শাহেদ শাহীন জানান, মার্কেটগুলোতে নির্দিষ্ট স্থান থাকলেও হকাররা তা মানছে না।
এসময় সভায় ইউনিয়ন ভিত্তিক ডাস্টবিন, ময়লার স্তূপ ও ভ্যানের মাধ্যমে বর্জ্য অপসারণের পরিকল্পনা গ্রহণ করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসাইনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী– শুভ আহম্মেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) তাসলিমা শিরিন, সহকারী কমিশনার (ভূমি) সিদ্ধিরগঞ্জ, দেবযানী কর, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, সাংবাদিক আবু সাউদ মাসুদসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা সুশীল সমাজের ব্যক্তিবর্গ।