নারায়ণগঞ্জে ফ্রিজ বিস্ফোরণ; অগ্নিদগ্ধে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মানবিক ডিসি জাহিদুল

- আপডেট সময়- ০৯:২৮:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ৭০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় ফ্রিজ বিস্ফোরণে অগ্নিদগ্ধ ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়ালেন মানবিক জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কক্ষে অগ্নিদগ্ধ ও ক্ষতিগ্রস্ত দুটি পরিবারকে ২ লাখ ৫ হাজার টাকা আর্থিক সহায়তা বাবদ অনুদানের চেক তুলে দেন।
এসময় অনুদানের চেক গ্রহণ করেন অগ্নিদগ্ধে নিহত হাসান গাজীর ছোট ভাই রাকিবুল ইসলাম এবং নিহত গার্মেন্টস কর্মী আসমা বেগমের স্বামী তানজিরুল ইসলাম।
নিহতের স্বামী তানজিরুল ইসলাম জানান, নিহত প্রত্যেকের জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে ২৫ হাজার ও আহতের ১৫ হাজার টাকা করে অনুদান দেয়া হয়েছে। তার স্ত্রী নিহত গার্মেন্টস কর্মী আসমা বেগমের মেয়ে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী তানজিলা আক্তার তিশা। অগ্নিদগ্ধ মা তাহেরা বেগম ও মাদ্রাসা ছাত্র আরাফাত ঢাকাস্থ বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তাদের প্রত্যেকের চিকিৎসা সহায়তার জন্য মানবিক জেলা প্রশাসক(ডিসি) মহোদয় আমাদের পরিবারকে মোট ৯০ হাজার টাকা দিয়েছেন।এই সাহায্য পেয়ে আমরা অত্যন্ত খুশি।
অপরদিকে, নিহত হাসান গাজী, তার স্ত্রী সালমা বেগম, চার বছরের কন্যা জান্নাত, একমাস বয়সী নবজাতক ইমাম উদ্দিন, আহত কন্যা মুনতাহারসহ প্রত্যেকের জন্য ১ লাখ ১৫ হাজার টাকা অনুদান দিয়েছেন জেলা প্রশাসক(ডিসি) মহোদয়। এ আর্থিক সহায়তা বাবদ অনুদানের চেক গ্রহণ করেন নিহত হাসান গাজীর ছোট ভাই রাকিবুল ইসলাম।
প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে গত ২২ আগস্ট দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকায় টিনশেডের একটি বাড়িতে রেফ্রিজারেটরের কম্প্রেসার বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের নয়জন দগ্ধ হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরিবর্তীতে ৭জনের মৃত্যু হয়েছে।