সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আবহাওয়া ও জলবায়ু, ইসলাম ও জীবন, উপজেলা প্রশাসন, কক্সবাজার, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, টেকনাফ, দেশজুড়ে, নারী ও শিশু, পূর্বাভাস, বাংলাদেশ, বিজিবি
সাগরপথে মানবপাচার: টেকনাফে বিজিবির অভিযানে পাচারকারী চক্রের ৫ সদস্য আটক

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:৩১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ ২৪ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,
টেকনাফ(কক্সবাজার )প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফে সাগরপথে মানবপাচার প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে পাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার গভীর রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এ অভিযান চালায়।
বিজিবি জানায়, দীর্ঘদিন ধরে মেরিন ড্রাইভ ও আশপাশের এলাকায় সংঘবদ্ধ কয়েকটি চক্র মানব ও মাদক পাচারে সক্রিয় ছিল। এদের দৌরাত্ম বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এ অবস্থায় গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিজিবি বিশেষ অভিযান চালায়। এতে পাচারকারী দলের পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—সৈয়দ আলম (২৯), মো. আব্দুল্লাহ (২২), মো. রিদুয়ান হোসেন (২০), মো. নুরুল আফসার (২০) ও মো. আবদুল হাকিম (৪০)। তাঁদের সবার বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার দক্ষিণ লম্বরি এলাকায়।
বিজিবি জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মানবপাচারের সাথে জড়িত আরও কয়েকটি চক্রের কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তবে অভিযানের সময় চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে দিনভর সাঁড়াশি অভিযান চালানো হলেও কাউকে আটক করা যায়নি।
এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, চলতি বছর এ পর্যন্ত বিশেষ অভিযানে মানবপাচারকারী চক্রের ৪৭ জনকে আটক করা হয়েছে। তবে এখনও ২১ জন আসামি পলাতক। পাচারচক্রের মূল হোতাদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।
আটক পাঁচজনকে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে বিজিবি জানায়।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ