লাগামহীন সবজির বাজার, বেশির ভাগ সবজিই ৮০ টাকার উপরে

- আপডেট সময়- ০৪:২৪:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ৭১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক।।
গত তিন মাসেরও বেশি সময় ধরে বাজারে প্রায় সব ধরনের সবজির দামই চওড়া। বেশিরভাগ সবজিই কেজি প্রতি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ সবচেয়ে বড় বাজার দিঘুবাবুর বাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।
বাজারে প্রতি কেজি বরবটি ১০০ টাকা, ঝিঙ্গা ৮০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, ধন্দুল ৮০ টাকা, শসা ১০০ টাকা, কাঁকরোল ৮০ টাকা এবং পটল ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়াও, অন্যান্য সবজির মধ্যে প্রতি কেজি পেঁপে ৪০ টাকা, জালি প্রতি পিস ৫০ টাকা, লাউ প্রতি পিস ৬০ টাকা, মুলা ৮০ টাকা, টমেটো ১৪০ টাকা, করলা ৮০ টাকা, গোল বেগুন ১৪০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, শিম ২৪০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, কচু ৬০ টাকা, কাঁচামরিচ ২৪০ টাকা এবং গাজর ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। কলা প্রতি হালি ৪০ টাকা। কিছুতে লাগাম টেনে ধরা যাচ্ছে না। জেলা প্রশাসন মাঝে মধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সবজির বাজার কিছুটা নিয়ন্ত্রণে আনলেও, কিছুদিন যেতে না যেতেই আবার সেই বাড়তি মূল্য। সাধারণ ভোক্তারা চরম ভোগান্তিতে দিনাতিপাত করছে।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ