রাজধানীর যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণ; একই পরিবারের দগ্ধ-৪

- আপডেট সময়- ০৭:৩৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ৯৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক।।
রাজধানী ঢাকার অদূরে যাত্রাবাড়ীতে একটি বাসায় এসি বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের ৪ জন সদস্য গুরুতর দগ্ধ হয়েছেন।
গতকাল শুক্রবার( ১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ধলপুরের বউবাজার লিচুবাগান মসজিদের পাশের একটি বহুতল ভবনের ৭ম তলায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, মো. তুহিন হোসেন (৩৮), তাঁর স্ত্রী ইবা আক্তার (৩০) এবং দুই সন্তান তাওহীদ (৭) ও তানভীর (৯)। দগ্ধদের রাতেই আশপাশের ভাড়াটিয়ারা দ্রুততম সময়ে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে দগ্ধ ৪ জনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
জানা গেছে, দগ্ধ গৃহকর্তা তুহিন হোসেন রাজধানীর মতিঝিলের মোতালেব প্লাজায় একটি মোবাইল সার্ভিসিং এর দোকানে কাজ করেন। তাদের বাড়ি মাদারীপুর সদর উপজেলায়।
এ ঘটনায় দগ্ধ ৪ জনই চিকিৎসাধীন থাকলেও তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটছে বলে হাসপাতাল একাধিক সূত্রে জানা গেছে।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ