‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মুকুট বিজয়ী কে এই তানজিয়া মিথিলা?

- আপডেট সময়- ০৬:৪৩:৫১ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ৯৮ বার পড়া হয়েছে

অনলাইন বিনোদন ডেস্ক।।
‘ফ্লোরাব্যাংক মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জিতেছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর তেজগাঁওয়ের আলোকি গ্রিন হাউসে জমকালো এই আয়োজন অনুষ্ঠিত হয়।
আগামী নভেম্বর থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য ‘মিস ইউনির্ভাস’ ইন্টারন্যাশনালের ৭৪তম প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মিথিলা।এ দিনের অনুষ্ঠানে ফ্লোরা টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং মিস ইউনিভার্স বাংলাদেশের জাতীয় পরিচালক মুস্তাফা রফিকুল ইসলাম ডিউক বলেন,“মিস ইউনিভার্স কেবল একটি সৌন্দর্য প্রতিযোগিতা নয়, এটি বুদ্ধিমত্তা, আত্মবিশ্বাস এবং উদ্দেশ্য উদযাপনের একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম। আমরা গর্বিত যে বাংলাদেশকে এই আসরে তুলে ধরতে পারছি। এটি শুধু তরুণীদের অনুপ্রাণিত করে না, বরং বিশ্বমঞ্চে তাদের প্রতিভা ও মনোবল প্রদর্শনের নতুন দ্বার উন্মোচন করে।
মিথিলা শুধু একজন সফল মডেল ও অভিনেত্রীই নন, তিনি বাল্য বিবাহবিরোধী প্রচারণা এবং সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজের জন্যও পরিচিত। ২০২০ সালে তিনি জাতীয় পর্যায়ে এই খেতাব জিতেছিলেন, তবে কোভিড-১৯ বিধিনিষেধের কারণে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি।২০২৫ সালে পুনরায় মুকুট জিতে তিনি ইতিহাস গড়লেন তিনি।
মিথিলার মাথায় বিজয়ীর মুকুট
নিজের বক্তব্যে মিথিলা এই জয় উৎসর্গ করেন তার মাকে। এসময় মিথিলা বলেন, “আজ আমি যা কিছু, তা আমার মায়ের জন্যই সম্ভব হয়েছে। তিনি সব সময় আমার শক্তি ও অনুপ্রেরণা ছিলেন। এই অর্জন যেমন আমার, তেমনি তারও।”
আগামী নভেম্বর মাসে আন্তর্জাতিক আসরকে সামনে রেখে মিথিলা আরও বলেন, “আমি গর্বের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চাই। মর্যাদা, সাহস ও সম্মানের সঙ্গে দেশের সুনাম রক্ষার চেষ্টা করব আমি। আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।’
প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে ২০১৯ সালে শিরিন শিলা এবং ২০২৪ সালে আনিকা আলম ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ খেতাব অর্জন করেন।
জনপ্রিয় মডেল ও ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ তানজিয়া জামান মিথিলার প্রথম বলিউড সিনেমা ‘রোহিঙ্গা’ মুক্তি পায় ২০২১ সালে। মিথিলা সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র হুসনে আরার ভূমিকায় অভিনয় করেন। ২০১৯ সালে ডিসেম্বরে ভারতের আসামে ‘রোহিঙ্গা’র শুটিং হয়। সিনেমায় রোহিঙ্গা এবং হিন্দি দুই ভাষাতে কথা বলতে হয়েছে মিথিলাকে।