সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, ইসলাম ও জীবন, উপজেলা প্রশাসন, কক্সবাজার, কুতুবদিয়া, কোস্টাগার্ড, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, টেকনাফ, দূর্নীতি দমন কমিশন(দুদক), দেশজুড়ে, নারী ও শিশু, নৌবাহিনী, বাংলাদেশ
মিয়ানমারগামী বোটে বিপুল খাদ্যপণ্য পাচারকালে আটক-১০

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৯:৫৮:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৩১ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,
টেকনাফ(কক্সবাজার) প্রতিনিধি।।
কক্সবাজারের সেন্টমার্টিন ছেড়াদ্বীপের সমুদ্র এলাকায় বিশেষ অভিযানে খাদ্যপণ্যবোঝাই একটি বোট আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচার কাজে জড়িত ১০ জনকে আটক করা হয়।
শনিবার(২০ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম–উল–হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে কোস্ট গার্ড জাহাজ কামরুজ্জামান এর নেতৃত্বে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩৭ লাখ ৭০ হাজার টাকার পণ্য জব্দ করা হয়।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১০ হাজার কেজি ডাল, ২ হাজার ৫০০ কেজি রসুন, ১ হাজার কেজি টেস্টিং সল্ট, ২ হাজার ৫০০ কেজি পেঁয়াজ, ১ লাখ ৫০ হাজার পিস মশার কয়েল ও ১০ হাজার পিস রয়েল টাইগার এনার্জি ড্রিঙ্কস।
কোস্ট গার্ডের দাবি, এসব পণ্য বাংলাদেশ থেকে পাচার হয়ে মিয়ানমারে যাচ্ছিল। সেখানে এসবের বিনিময়ে ইয়াবা ও মদসহ বিভিন্ন মাদক আনার পরিকল্পনা ছিল পাচারকারীদের।
জব্দ পণ্য, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানায় কোস্ট গার্ড।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ