বিএনপি নেতা এ্যাড. টিপুর পথশিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন

- আপডেট সময়- ০৪:৪৩:০১ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ৯৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের কেন্দ্রীয় রেলস্টেশনে প্রতি শুক্রবারের ন্যায় পথশিশুদের জন্য ব্যতিক্রমী আয়োজন করেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাড. আবু-আল ইউসুফ খান টিপু।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নিজ হাতে ভবঘুরে, অসহায় হতদরিদ্র পথশিশুদের মাঝে নিজ হাতে খাবার পরিবেশনের পাশাপাশি তাদের পড়ালেখা ও শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।
প্রসঙ্গে উল্লেখ যে, মহানগর বিএনপির এই নেতা প্রতি শুক্রবারই অসহায় পথশিশুদের রান্না করা খাবার নিজ হাতে বিতরন করেন।
বিএনপি নেতা টিপু বলেন, “আমি চাই একদিন হলেও যেন তাদের মুখে হাসি ফোটাতে পারি। সমাজে তারা যেন অবহেলিত না হয়ে সম্মানের সঙ্গে বসবাস করতে পারে, সে লক্ষ্যেই পথশিশু কিশোর-কিশোরীদের নিয়ে কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, সমাজে বিত্তশালীরা পথশিশু ও অসহায়দের সাহায্যার্থে এগিয়ে আসলে তারা আর অবহেলায় পড়ে থাকবে না, বরং মাদকাসক্তি বা অপরাধমূলক মূলক কর্মকান্ড থেকে দূরে থেকে সুন্দর জীবন গড়তে পারবে।
এ সময় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনাসহ আগামীর নেতা তারেক রহমানের সফল নেতৃত্ব এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করেন।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ