সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, কক্সবাজার, গণমাধ্যম, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, টেকনাফ, দেশজুড়ে, নারী ও শিশু, পূর্বাভাস, ফিচার, বাংলাদেশ
পর্যটনবান্ধব নগরী গড়তে সবার ঐক্য চাই : কক্সবাজারের নতুন জেলা প্রশাসক

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০২:৩৪:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ২৫ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,
টেকনাফ(কক্সবাজার)প্রতিনিধি।।
কক্সবাজারকে পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন নতুন জেলা প্রশাসক মো. আবদুল মান্নান।
আজ সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা অংশ নেন। সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবদুল মান্নান।
সভায় জেলা প্রশাসক বলেন, “কক্সবাজারকে একটি পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে।” তিনি আরও জানান, স্থানীয় ও পর্যটকদের হয়রানি, অনিরাপদ খাদ্য তৈরি, সরবরাহ ও পরিবেশনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান ও অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আলোচনায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপন ও বিসর্জন অনুষ্ঠান নির্বিঘ্ন করতে নিরাপত্তা জোরদার, লবণ শিল্প ও চাষের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ