না’গঞ্জ পুলিশ সুপারের গাড়ি বহরে বাসের ধাক্কা: ৩ কনস্টেবল আহত

- আপডেট সময়- ০৫:২৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ৮৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক।।
নারায়ণগঞ্জের বন্দরে জেলা পুলিশ সুপারের বহরে থাকা একটি পুলিশ ভ্যানে মুক্তারপুর গামী বাসের ধাক্কায় অন্তত ৩ পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর বন্দর অংশে এই দুর্ঘটনা ঘটে বলে জানান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী।
আহত পুলিশ সদস্যরা হলেন–,পুলিশ কনস্টেবল জহির (২৯), রাজিব (২৭) ও সামসুদ্দোহা (২৪)। তারা উভয়ই বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এ ঘটনা বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) লিয়াকত বলেন, বাসটি বেপরোয়া গতিতে চলার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।ঘটনাস্থল থেকেই বোরাক পরিবহনের বাসটির চালক আব্বাস আলীকে আটক করে পুলিশ।পাশাপাশি জব্দ করা হয় দূর্ঘটনার শিকার ঘাতক বাসটিও।জানা গেছে, বাস চালক আব্বাস(৪২) বন্দর উপজেলার মুছাপুরের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার(এসপি) মোহাম্মদ জসীম উদ্দিন সকালে তৃতীয় শীতলক্ষ্যা সেতু পরিদর্শনের জন্য নামেন। এ সময় এসপির নিরাপত্তার দায়িত্বে থাকা একটি পুলিশ ভ্যানে ধাক্কা দেয় মুন্সিগঞ্জের মুক্তারপুরগামী বোরাক পরিবহনের একটি বাস। এতে পুলিশ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ৩ কনস্টেবল আহত হন। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ