না’গঞ্জে ওভারপাস থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাওয়া ট্রাকের চাপায় রিকশা চালকের মৃত্যু

- আপডেট সময়- ১১:৪৪:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ২৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক।।
ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের (লিংক রোড) ভুইগড়স্থ ওভারপাস থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাওয়া ট্রাকের চাপায় এক রিকশা চালকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ফতুল্লা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে ভুইঘর নামক স্থানে ওভারপাস করার সময় একটি দ্রতগামী ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে পাশের রাস্তায় পরে গেলে চাপা পরে এক রিকশা চালক মারা যায়।
জানা গেছে, নিহত রিকশা চালকের নাম মোহর উদ্দিন(৩৫)। বিকেল সাড়ে তিনটার দিকে আহত রিকসা চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফারুক আহমেদ।
প্রত্যক্ষদর্শী পথচারীদের বরাতে ফতুল্লা থানার ওসি শরীফুল আরও বলেন, দ্রুতগামী একটি ট্রাক সড়কের ওভারপাস করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে নিচে পড়ে যায়।তবে, ট্রাকটির পেছনের অংশটি ওভারপাসের উপরেই ছিল। ওই সময় বৃষ্টি পড়ার কারনে লোকজন কম ছিলো, না হলে আরও হতাহতের শঙ্কা ছিলো। ঘটনার সময় ব্যাটারিচালিত অটোরিকশাটির চালক মোহরউদ্দনি ওভারপাসের নিচে রিকশা থামিয়ে চালকের আসনে বসা ছিলেন।
এসময় ট্রাকটি তার ওপরে আচরে পরলে“মাথায় গুরুতর আঘাত পাওয়া রিকশাচালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকেলে তিনি মারা যান।এ ঘটনায় ট্রাকের চালক ও সহযোগীও আহত হয়েছেন। কিন্তু ঘটনার পরই তারা ট্রাক রেখে সেখান থেকে পালিয়ে যান। পরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহযোগিতায় ট্রাকটি সড়ক থেকে সরিয়ে চলাচলের ব্যবস্থা করে দেয়া হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমাদের দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করছে এবং ঝুলে থাকা ট্রাকটি নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।”
এ ঘটনায় আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানা ফতুল্লা মডেল থানায় ওসি শরীফুল ইসলাম।