না’গঞ্জের আরএস কম্পোজিটে বিশ্বমানের কমপ্লায়েন্সের ভূয়সী প্রশংসা করেন শিল্প পুলিশ প্রধান

- আপডেট সময়- ০৭:৪৪:৫২ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জের ফতুল্লা শাসনগাঁও এলাকার আরএস কম্পোজিট কারখানা পরিদর্শন করে ভূয়সী প্রশংসা করলেন শিল্প পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক গাজী জসিম উদ্দিন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১ থেকে শুরু করে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত আরএস কারখানার বিভিন্ন বিষয়াদি পরিদর্শন করেন।
এসময় শিল্প পুলিশের প্রধান গাজী জসিম উদ্দিন কারখানার বিভিন্ন সেক্টরে বিশেষ করে কমপ্লায়ানসের কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি সরেজমিনে কর্মরত শ্রমিকদের কাজের পরিবেশ দেখেন। সেই সাথে মালিকপক্ষের সাথে কথা বলে বিভিন্ন বিষয়ে ধারণা নেন।
কারখানা পরিদর্শন শেষে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ প্রধান গাজী জসিম উদ্দিন বলেন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পক্ষ থেকে এখানে পরিদর্শনে আসছি । এই কোম্পানীগুলোই মূলত আমাদের দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে প্রধান ভূমিকা পালন করে থাকে। ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রধান হিসেবে বেশ কয়েকটি কারখানা পরিদর্শন করেছি।
নারায়ণগঞ্জে এর আগে কখনো আসা হয়নি। আজ আরএস গ্রুপের এই ফ্যাক্টরি দেখে অভিভূত হয়েছি। তারা ওয়ার্ল্ড ওয়াইড কমপ্লায়েন্স মেইনটেন্ট করে শ্রমিকদের স্বার্থ তাদের স্বাস্থ্য তাদের নানা ধরণের সুরক্ষার বিষয়গুলো মেইনটেন্ট করে কোয়ালিটি প্রোডাক্ট উৎপাদন করছে।
তিনি আরও বলেন, আমি মনে করি আরএস গ্রুপ বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জন করছে তা নয় বরং বাংলাদেশের একটি পজেটিভ সারা পৃথিবীর মানুষের কাছে আরএস গ্রুপের প্রোডাক্টের মধ্যে দিয়ে গড়ে উঠে যেটা বাংলাদেশ ভালো দেশ হিসেবে পৃথিবীব্যাপী পরিচয় করিয়ে দিতে সক্ষম হচ্ছে আগামী দিনেও হবে।
এজন্য আরএস গ্রুপের কর্ণধার সোহেলসহ যারা এর সাথে সম্পৃক্ত আছেন সকলকে ধন্যবাদ জানাই। তারা শুধু নিজেদের প্রোফিটের জন্য ব্যবসা করছেন তা নয় দেশের ভাবমূর্তি কিভাবে উজ্জল করা যায় দেশের সম্মানকে কিভাবে উঁচু পর্যায়ে নেয়া যায় সেটা মাথায় রেখে কাজ করছেন তারা। তাদের মতো মানসিকতা অন্য ব্যবসায়ীদের মধ্যে তৈরি হোক সেটা কামনা করছি।
আরএস কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক ও বিকেএমইএ সহ সভাপতি ও চেম্বারের পরিচালক মোরশেদ সারোয়ার সোহেল অতিথিদের উদ্দেশ্য বলেন, সরেজমিনে এসে দেখেছেন এজন্য আপনাদের ধন্যবাদ। আমরা অনেক সুবিধা অসুবিধার মধ্যে ব্যবসা বাণিজ্য করছি আমাদের দিকে আপনাদের সুদৃষ্টি থাকে তাহলে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনাদের সহযোগিতা আমাদের কাম্য।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪ নারায়ণগঞ্জ অতিরিক্ত ডিআইজি, পদোন্নতি প্রাপ্ত, দায়িত্বরত এসপি মোহাম্মদ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার দত্ত সহ বিভিন্ন পর্যায়ের উচ্চ পদস্থ কর্মকর্তাগন।